মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইলের লোহাগড়া উপজেলার নলদি ইউনিয়নের বলাডাঙ্গা গ্রামের বলাডাঙ্গা সার্বজনীন হরিচাঁদ মন্দির ও বলাডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে গুরুচাঁদ ঠাকুরের ১৭৬তম জন্মজয়ন্তী উপলক্ষে বার্ষিক মতুয়া মহাসম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
(৭ মার্চ) মঙ্গলবার বিকাল ৩ ঘটিকার সময় বলাডাঙ্গা বার্ষিক মতুয়া মহাসম্মেলন অনুষ্ঠানের সঞ্চালনা করেন,মন্টু বিশ্বাস। বার্ষিক মতুয়া মহাসম্মেলন ও আলোচনা সভা’র সভাপতিত্ব করেন,অতুল কৃষ্ণ বিশ্বাস। বার্ষিক মতুয়া মহাসম্মেলন ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান,রুনু শিকদার। বিশেষ অতিধি হিসাবে অপস্থিত ছিলেন,আলহাজ আবুল কালাম আজাদ (পাখী),চেয়ারম্যান নলদি ইউনিয়ন পরিষদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,অসীম পাল সাধারণ সম্পাদক শ্রী শ্রী হরিগুরুচাঁদ মতুয়া মিশন,নড়াইল জেলা শাখা। এসময় আরো উপস্থিত ছিলেন,নড়াইল জেলা মতুয়া মিশনের সভাপতি রুপকুমার এর ছোট ভাই দেব মজুমদার,মিলন ঘোষ,যুগ্নসাংগঠনীক সম্পাদক মতুয়া মিশন নড়াইল,দেবু মজুমদার সদস্য জেলা কমিটি,উত্তম পাল,প্রোসেন্জিত বিশ্বাস,অভিজিত স্বর,রাম পাল,হিরমোন পাল,অশোক কুন্ডুসহ মতুয়া মিশনের নেত্রীবৃন্দ প্রমূখ। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন,হরপ্রসাদ বাকচী,সভাপতি বিশ্বমতুয়া পরিষদ।
এসময়,গুরুচাঁদ ঠাকুরের ১৭৬তম জন্মজয়ন্তী উপলক্ষে বার্ষিক মতুয়া মহাসম্মেলন ও আলোচনা সভায় হাজার হাজার মতুয়া ভক্তপ্রেমী’রা হরিবল হরিবল,ধনীতে মুখরীত করে তাদের মতুয়া দলের ডিসপ্লে নিত্যের তালে তালে গুরুচাঁদ ঠাকুরের নামজব করেন।
