পিংকি জাহানারা : খুলনা মহানগরীর সদর থানাধীন রূপসা এলাকায় বন্ধ থাকা পরিত্যক্ত দাদা ম্যাচ ফ্যাক্টরিতে উৎপাদিত সালফার বাতাসের আসার ফলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ২ ঘন্টার অবিরাম চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
দাদা ম্যাচ ফ্যাক্টারীর পরিত্যক্ত স্থান থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
সালফারের সাথে মিশ্রিত ধোয়ার কারণে আগুনের লেলিহান শিখা টুটপাড়া, গ্যালাক্সি মোড়,লবণচরা, রূপসা, হাজী মহসীন রোডসহ আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। । এসময় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করে।
খুলনা বিভাগীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অফিসের উপ-সহকারী পরিচালক তানহারুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে টুটপাড়া ফায়ার সার্ভিসের দুটি, সদর থানা ১ টি ও বয়রা থেকে ১টি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়। ম্যাচ ফ্যাক্টরীতে সালফার তৈরি হয়।
সালফারের ড্রাম লিকেজ হয়ে বাতাসের সংস্পর্শে আসে তাহলে সেখানে ধোঁয়া এবং আগুনের সৃষ্টি হয়।২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
তবে এখনো পুরোপুরিভাবে নেভানো সম্ভব হয়নি বলে বিষয়টি নিশ্চিত করেন উপ-সহকারী পরিচালক তানহারুল ইসলাম।