ভোক্তা অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যাল‌য়ের বাজার তদারকি অ‌ভিযানে ৩ টি প্রতিষ্ঠান কে ৪৫০০০ টাকা জরিমানা

Uncategorized আইন ও আদালত



নিজস্ব প্রতিনিধি : বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এর অর্পিত ক্ষমতাবলে জেলা প্রশাসক,চট্টগ্রাম এর নির্দেশনায় চট্টগ্রাম জেলা কার্যালয় হতে পাহাড়তলী বাজারে বাজার তদারকি মূলক অভিযান পরিচালিত হয়।

উক্ত বাজার তদারকি অ‌ভিযা‌ন পরিচালনা কালে ভোক্তা-অ‌ধিকার বি‌রোধী বি‌ভিন্ন অপরা‌ধে ৩টি প্রতিষ্ঠান‌কে ৫৬,০০০ টাকা জ‌রিমানা ও সতর্ক করা হয়। অ‌ভিযা‌নে প্রতিষ্ঠানসমূহকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন,২০০৯ অনুযায়ী ব‌্যবসা কর‌তে নির্দেশনা দেয়া হয়।
উক্ত বাজার তদারকি অভিযানে এপিবিএন-৯ এর এক‌টি চৌকশ টিম নিরাপত্তা ও সহ‌যো‌গিতা প্রদান ক‌রে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম জেলা কার্যলয়ের দায়িত্বশীল কর্মকর্তা আজকের দেশ ডটকম কে জানান, জাতীয় ও জনস্বা‌র্থে এ কার্যক্রম অব্যাহত থাক‌বে এটা একটা চলমান প্রক্রিয়া।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *