পিংকি জাহানারা : সরকারের পদত্যাগ, গণতন্ত্র পুনরুদ্ধারসহ ১০ দফা দাবি বাস্তবায়নের দাবিতে খুলনা মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।
জানা গেছে, সরকারের পদত্যাগ, গণতন্ত্র পুনরুদ্ধারসহ ১০ দফা দাবি বাস্তবায়নের দাবিতে গতকাল শনিবার, ১৮ মার্চ, বেলা ৪ টায় খুলনা মহানগরীর কে ডি ঘোষ রোডস্থ বিএনপির দলীয় কার্যালয়ের সামনে খুলনা মহানগর বিএনপি’র উদ্যােগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড.আব্দুল মঈন খান।
সভাপতিত্ব করেন খুলনা মহানগর বিএনপির আহবায়ক এ্যাড.শফিকুল আলম মনা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অনিন্দ্য কুমার অমিত,
জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারি হেলাল। জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু,অমলেন্দু দাশ অপু, আমির এজাজ খান,মাহাবুব হাসান পিয়ারু, আবু হোসেন বাবুসহ বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।