বরিশাল প্রতিনিধি : শনিবার ২৫ মার্চ বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) কর্তৃক বরিশাল মহানগরীর বিভিন্ন এলাকায় ফলমূলে ফরমালিন এর উপস্থিতি পরীক্ষণ ও একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়।
উক্ত সার্ভিল্যান্স টিম বরিশালের যেসকল স্থানে অভিযানের কার্যক্রম পরিচালনা করে তা যথাক্রমে, বরিশাল পোর্ট রোড এলাকায় সোবহান ফ্রুট হাউজ, মেসার্স ভূঁইয়া বানিজ্য ভান্ডার, সাইফ ফল ভান্ডার, বরিশাল ফল ভান্ডার, মেসার্স ইমন ফ্রুট হাউজ, মেসার্স খাজা ফল ভান্ডার, মেসার্স রাহাত এন্টারপ্রাইজ, হান্নান ফল ভান্ডার, তাকদীর ফল ভান্ডার, মারুফ ফল ভান্ডার, বরকত ফল ভান্ডার ও অন্যান্য ফলের আড়ৎ থেকে আপেল,নাসপাতি,আঙ্গুর, কমলা,মাল্টা ও পেয়ারা পরীক্ষা করে ফরমালিন এর উপস্থিতি পাওয়া যায়নি।
বরিশাল বান্দ রোড এলাকার কাজী ফল ভান্ডার, মা-বাবার দোয়া ফ্রুট হাউজ, আরিফ এন্টারপ্রাইজ ও অন্যান্য ফলের আড়ৎ থেকে আপেল, আঙ্গুর, কমলা,মাল্টা ও বেদানা পরীক্ষা করে ফরমালিন এর উপস্থিতি পাওয়া যায়নি।
বরিশাল ষ্টীমার ঘাট জামে মসজিদ এলাকায় গোলাম রাব্বী ফ্রুট হাউজ, আল – আমিন ফল ভান্ডার, আয়াত ফল ভান্ডার, আল্লাহর দান ফল ভান্ডার ও অন্যান্য ফলের দোকান থেকে আপেল,আঙ্গুর, কমলা,মাল্টা ও বেদানা পরীক্ষা করে ফরমালিন এর উপস্থিতি পাওয়া যায়নি।
একইসাথে প্রতিষ্ঠানগুলোর ওজনযন্ত্র যাচাই করে সঠিক পাওয়া যায় এবং ওজনযন্ত্রের হালনাগাদ ভেরিফিকেশন সনদ গ্রহণের পরামর্শ প্রদান করা হয়।
বরিশালের কাউয়ার চর, ঘাট এলাকার রানা মিট স্টোর্স, রফিক মিট স্টোর্স, বাবুল বিফ এন্ড মিটস শপ, মামা ভাগ্নে পোল্ট্রি, কামাল দোকান ঘর, সোহেল সবজির দোকান, কাদের খলিফা সবজির দোকান, সোহেল ফল ঘর, ফাতেমা স্টোর্স, সাথী স্টোর্স, সেলিম স্টোর্স ও অন্যান্য প্রতিষ্ঠানগুলোর ওজনযন্ত্র যাচাই করে সঠিক পাওয়া যায় এবং ওজনযন্ত্রের হালনাগাদ ভেরিফিকেশন সনদ গ্রহণের পরামর্শ প্রদান করা হয়। সার্ভিলেন্স অভিযান পরিচালনা কালীন ২০ টি প্রতিষ্ঠানের ওজনযন্ত্র যাচাই করা হয় এবং ১০ টি ফলের আড়ৎ ও ০৭ টি ফলের দোকানে ফরমালিন পরীক্ষা করা হয়।
উক্ত সার্ভিলেন্স অভিযান পরিচালনা কালে বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর বরিশালের কর্মকর্তা মোঃ জাকির হোসেন মিয়া, উপ-পরিচালক (মেট্রোলজি) ও অফিস প্রধান, অমলেন্দু বাড়ৈ, ঊর্ধ্বতন পরীক্ষক (রসায়ন), মোঃ নাসির উদ্দিন , ফিল্ড অফিসার (সিএম), মোঃ মাকসুদুর রহমান, পরিদর্শক (মেট্রোলজি) দায়িত্ব পালন করেন।
বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর বরিশালের উপ-পরিচালক (মেট্রোলজি) এবং অফিস প্রধান মো: জাকির হোসেন মিয়া আজকের দেশ ডটকম কে জানান,জাতীয় ও জনস্বার্থে বিএসটিআই এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এটা একটা চলমান প্রক্রিয়া।
