নিজস্ব প্রতিবেদক ঃ ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। ১৯৭১ সালের ২৬ মার্চ প্রথম প্রহরে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। জাতির জনকের ডাকে হাজার বছরের পরাধীনতার শৃঙ্খল ভেঙে বাঙালি নতুন একটি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করে।
দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা অর্জন করি বিজয় এবং আমরা পাই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। প্রতি বছর বাঙ্গালি জাতি দিবসটি যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালন করে থাকে।
এরই প্রেক্ষিতে বাংলাদেশ কোস্ট গার্ড দিবসটি উদযাপন উপলক্ষ্যে প্রতি বছরের ন্যায় এ বছর বিস্তারিত কর্মসূচির অংশ হিসেবে কোস্ট গার্ড সদর দপ্তরসহ প্রত্যেক জোনের মসজিদে বাদ ফজর দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় ।
পরবর্তীতে সকাল ১০ টায় বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরসহ কোস্টগার্ডের বিভিন্ন জোনসমূহে বঙ্গবন্ধুর ও মুক্তিযুদ্ধের উপর প্রামান্যচিত্র প্রদর্শিত হয়। উক্ত প্রামান্যচিত্র প্রদর্শনিতে কোস্টগার্ডের সকল সামরিক কর্মকর্তা, নাবিক ও অসামরিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এছাড়াও বিভিন্ন জোনে বাংলাদেশ কোস্ট গার্ড এর যুদ্ধ জাহাজ সর্বসাধারনের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হয়।