নিজস্ব প্রতিনিধি ঃ মোঃ মারুফ হোসেন পিপিএম, অধিনায়ক র্যাব-১২, সিরাজগঞ্জ এর দিক নির্দেশনায় এবং গোপন সাংবাদের ভিত্তিতে র্যাব-১২’র স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল বগুড়া টু ঢাকা গামী মহাসড়কের হাটিকুমরুল ইউনিয়নের রাধানগর গ্রামস্থ মহাসড়র সংলগ্ন পরিত্যক্ত ময়দার মিলের সামনে পাকা রাস্তার উপর একটি মাদক বিরোধী অভিযান চালিয়ে নেশাজাতীয় ২,৯৩৮ পিচ বুপ্রেনরফিন ইনজেকশনসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এছাড়াও তার সাথে থাকা মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ১টি মোবাইল এবং নগদ ২৪,০০ টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীর নাম ও ঠিকানা যথাক্রমে, মোঃ আঃ মান্নান(৭০), পিতা-মৃত ইব্রাহিম, সাং-বলাখাল শ্রী নারায়নপুর, থানা-হাজীগঞ্জ , জেলা-চাঁদপুর ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ সহ বিভিন্ন জেলায় অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলার দায়ের করত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।