দক্ষিণ কেরানীগঞ্জে র‍্যাবের পৃথক অভিযানে ফেনসিডিল ও ইয়াবা সহ ৩ জন আটক

Uncategorized আইন ও আদালত



নিজস্ব প্রতিবেদক ঃ ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা হতে ৩২২ বোতল ফেনসিডিল ও ২৩৯৫ পিস ইয়াবাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।

জানা গেছে, র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন আব্দুল্লাপুর করেরগাঁও এলাকায় একটি অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযান পরিচালনা কালে আনুমানিক ৯,৬৬,০০০ (নয় লক্ষ ছেষট্টি হাজার) টাকা মূল্যের ৩২২ (তিনশত বাইশ) বোতল ফেসনিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম হৃদয় হোসেন (২৮) এবং মোঃ আমিন (৩০) বলে জানা যায়।
এসময় তাদের নিকট থেকে ৩টি মোবাইল ফোন ও মাদক বিক্রয়ের নগদ- ১,১৩,০০০ (এক লক্ষ তের হাজার) টাকা উদ্ধার করা হয়।

এছাড়া একই দিনে র‌্যাব-১০ এর অপর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন শুভাঢ্যা পূর্ব জাওলাপাড়া এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযান পরিচালনা কালে আনুমানিক ৭,১৮,৫০০ (সাত লক্ষ আঠার হাজার পাঁচশত) টাকা মূল্যের ২৩৯৫ (দুই হাজার তিনশত পচানব্বই) পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ রনি কাজী (৩৭) বলে জানা যায়।

এসময় তার নিকট থেকে মাদক পরিবহনে ব্যবহৃত ১টি মোটরসাইকেল জব্দ এবং ৩টি মোবাইল ফোন ও মাদক বিক্রয়ের নগদ- ৪,৪২,৮০০ (চার লক্ষ বিয়াল্লিশ হাজার আটশত) টাকা উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *