নড়াইলে জাতীয় আইনগত সহায়তা দিবস যথাযগ্য মর্যাদায় পালিত

Uncategorized অন্যান্য

মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইলে ১১ তম জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। শুক্রবার দিবসটি পালন উপলক্ষে জেলা লিগ্যাল এইড কমিটি,নড়াইলের আয়োজনে জেলা জজ আদালত চত্বরে পায়রা ও বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করা হয়। পরে ঐ স্থান থেকে একটি র‌্যালী শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। পরে শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটি,নড়াইলের চেয়ারম্যান আলমাচ হোসেন মৃধা এর সভাপতিত্বে জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী-লীগের সভাপতি অ্যাডঃ সুবাস চন্দ্র বোস,চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট কবির উদ্দিন প্রামানিক,নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক প্রনয় কুমার দাস,সদস্য সচিব জেলা লিগ্যাল এইড কমিটি ও জেলা লিগ্যাল এইড কর্মকর্তা (সিনিয়র সহকারি জজ),নড়াইল পশুপতি বিশ্বাস,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাশ্বতী শীল,অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ জুবায়ের হোসেন চৌধুরী,অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী,সিভিল সার্জন ডাঃ সাজেদা বেগম,অতিরিক্ত জেলা ও দায়রা জজ আকরাম হোসেন,অতিরিক্ত জেলা ও দায়রা জজ আমাতুল মোর্শেদা,জিপি অ্যাডঃ অচীন কুমার চক্রবর্তী,অতিরিক্ত পিপি অ্যাডঃ আলমগীর সিদ্দিকী,জেলা আইনজীবি সমিতির সভাপতি অ্যাডঃ হেমায়েত উল্লাহ হিরু,সাধারন সম্পাদক অ্যাডঃ শেখ তায়েব আলী আসাদসহ বিচারক,আইনজীবি,রাজনীতিবিদ,জনপ্রতিনিধি সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এসময় উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *