নিজস্ব প্রতিবেদক : গতকাল সোমবার, ১৫ মে, চিত্রনায়ক ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি। আজ এক শোক বার্তায় প্রয়াত চিত্রনায়ক ফারুক এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।
শোক বার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, চলচ্চিত্রের নায়ক ফারুক ছিলেন অত্যন্ত ব্যক্তিত্ব সম্পন্ন এবং মার্জিত স্বভাবের। অসাধারণ অভিনয় গুণে গণমানুষের হৃদয়ের নায়ক হয়েছিল তিনি। মহান আল্লাহ যেন তাঁর ভুল ত্রুটি ক্ষমা করে জান্নাত দান করেন।
চিত্রনায়ক ও ঢাকা- ১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক এর মৃত্যুতে একইভাবে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু এমপি।