নিজস্ব প্রতিবেদক : বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেডের আঞ্চলিক সেলস কনফারেন্স কক্সবাজারে অবস্থিত ওশান প্যারাডাইজ হোটেলে রবিবার ২১মে, অনুষ্ঠিত হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা এলপি গ্যাসের সেলস অ্যান্ড মার্কেটিংয়ের প্রধান পরিচালন কর্মকর্তা এম এম জসীম উদ্দিন, চিফ হিউমান রিসোর্স অফিসার, সেক্টর-এ, বসুন্ধরা গ্ৰুপ, ক্যাপ্টেন শেখ এহসান রেজা, হেড অফ স্ট্র্যাটেজি এন্ড পাবলিক রিলেশনস, সেক্টর এ, বসুন্ধরা গ্ৰুপ, জাকারিয়া জালাল, ডিজিএম, অডিট, সেক্টর এ, বসুন্ধরা গ্ৰুপ, মাকসুদুল আলম।
উর্দ্ধতন কর্মকর্তাগন সবাইকে স্বাগত জানিয়ে পরিবেশকবৃন্দের সাথে আলোচনায় অংশগ্রহণ করেন। সম্মিলিত আলোচনায় ২০২২ এর বাজার অভিজ্ঞতার আলোকে ২০২৩ সালের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। বসুন্ধরার কর্মকর্তাগণ বলেন, প্রতিযোগিতাপূর্ণ বাজারে বসুন্ধরা এলপি গ্যাসের নেতৃত্ব ধরে রাখতে পরিবেশকদের জন্য আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।
সেলস কনফারেন্সে নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম নর্থ এবং চট্টগ্রাম সাউথ সেলস ডিভিশনের পরিবেশক এবং বিভিন্ন পর্যায়ের কর্মীদের কৃতিত্বপূর্ণ অবদানের জন্য সেরা পারফরমার স্বীকৃতি দেওয়া হয়। অনুষ্ঠানে বসুন্ধরা এলপি গ্যাসের প্রায় শতাধিক পরিবেশক এবং আঞ্চলিক কর্মকর্তা অংশ নেন।
বসুন্ধরা গ্ৰুপের পক্ষ থেকে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কাজী রোকন উদ্দিন (এজিএম, ব্র্যান্ড, বসুন্ধরা এলপি গ্যাস), এবিএম জাহিদুর রহমান (উইং ইনচার্জ, সেলস, চট্টগ্রাম), মোঃ আরিফুল ইসলাম (ডি.এস.এম, সেলস, চট্টগ্রাম) সহ বসুন্ধরা এলপি গ্যাসের কর্মকর্তারা।