ইউপি চেয়ারম্যানের উপর হামলা ও ছুরিকাঘাতের প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ সমাবেশ

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর বিশেষ প্রতিবেদন সারাদেশ

আনোয়ার সাঈদ তিতু, (কুড়িগ্রাম)  :  কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আরিফুজ্জামান দীপ মণ্ডলের উপর হামলা ও ছুরি দিয়ে আঘাত করে আহত করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে এলাকাবাসী।


বিজ্ঞাপন

শুক্রবার (০৩ অক্টোবর) বেলা ১১টায় কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী সড়কের রায়গঞ্জ বাজারে মানববন্ধনে সকল ইউপি সদস্য, ব্যবসায়ী ও ইউনিয়নের সহস্রাধিক সাধারণ মানুষসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানরা অংশ নেন।

এ সময় কালীগঞ্জ ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম, ইউপি সদস্য আব্দুল ওহাব সরকারসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান, সদস্য, ব্যবসায়ী এবং ইউপি চেয়ারম্যান আরিফুজ্জামান দীপ মণ্ডল বক্তব্য রাখেন। পরে একটি বিক্ষোভ মিছিল বাজার এলাকা প্রদক্ষিণ করে।


বিজ্ঞাপন

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মাদক ও অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদ করায় গতকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে রায়গঞ্জের চিহ্নিত একটি গ্রুপ চেয়ারম্যানের উপর হামলা চালায় এবং ছুরি দিয়ে আঘাত করে আহত করে। ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি করেন বক্তারা।


বিজ্ঞাপন

এ সময় রায়গঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান দাবি করেন, প্রথমে তাঁর ছোট ভাইকে মারপিট করে আহত করা হয়। ছোট ভাইকে উদ্ধার করতে গেলে রনি, খাইরুল, আরিফসহ কয়েকজন মিলে তাঁর উপর হামলা করে ও ছুরিকাঘাতের চেষ্টা করে। এছাড়াও রনি পেছন দিক দিয়ে রড দিয়ে আঘাত করেছে বলেও অভিযোগ করেন তিনি।

তবে এ ঘটনায় প্রতিপক্ষ গ্রুপের, রনি ও তাঁর বাবা মজিবর রহমানসহ কয়েকজন আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে বলে জানা গেছে।

এ ব্যাপারে নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রেজাউল করিম রেজা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে এলাকাবাসী রনি ও খাইরুলকে আটক করে পুলিশে দেয়। পরে রনির মাথায় ও তাঁর বাবা মজিবর রহমানের পায়ে আঘাতের চিহ্ন থাকায় তাঁদেরকে আহতাবস্থায় হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তাঁরা এখন রংপুর মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন।

এ পর্যন্ত রনির পক্ষ থেকে একটি পক্ষ অভিযোগ দায়ের করেছে। চেয়ারম্যান পক্ষ অভিযোগ করলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *