ইতিহাস সৃষ্টি করল ভারত : চাঁদের মাটিতে সফল অবতরণ

Uncategorized আন্তর্জাতিক বিজ্ঞান ও প্রযুক্তি

নিউজ ডেস্ক :  চাঁদের বুকে অবতরণের ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলো ভারত তথা গোটা বিশ্ব। ভারতীয় সময় সন্ধ্যা ৬টা ৪ মিনিটে চাঁদের দক্ষিণ মেরুতে সফট ল্যান্ডিং করে দেশটির ‘চন্দ্রযান ৩’-এর ল্যান্ডার ‘বিক্রম’।


বিজ্ঞাপন

চাঁদে মহাকাশযান ‌‘চন্দ্রযান-৩’ এর অবতরণের অপেক্ষায় ছিল গোটা ভারত। সম্মানজনক এ অর্জনের দিনে দেশটির দিকে নজর ছিল বিশ্বের। অবশেষে চাঁদের বুকে অবতরণ করল ‘চন্দ্রযান-৩’। এরই মধ্য দিয়ে চাঁদে অবতরণকারী বিশ্বের চতুর্থ দেশ হিসেবে নাম লেখাল ভারত। এর আগে কেবল যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের মহাকাশযান নিরাপদে চাঁদের মাটিতে নামতে পেরেছে।


বিজ্ঞাপন

৩০ কিলোমিটার উচ্চতা থেকে চাঁদের মাটিতে নামতে ১৯ মিনিট সময় লাগে বিক্রমের। এই ১৯ মিনিটে ধাপে ধাপে এর গতি এবং উচ্চতা কমানো হয়। ভারতীয় সময় ঠিক সন্ধ্যা ৬টা ৪ মিনিটে চাঁদের মাটিতে পা রাখে ল্যান্ডারটি।

চন্দ্রযান-৩’ এর ল্যান্ডার ‘বিক্রম’ চাঁদের দক্ষিণ মেরুর কাছে অবতরণ করেছে। চাঁদের দক্ষিণ মেরুর তথ্য এখনো অজানা রয়েছে। চন্দ্রযান-৩ সফল হওয়ায় চাঁদের রহস্যময় দক্ষিণ মেরুতে পৌঁছাতে পারা প্রথম দেশ হলো ভারত। (তথ্য সূত্র ও ছবি : ডিফেন্স রিসার্চ ফোরাম)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *