মাদকাসক্ত কিশোর গ্যাং এর গডফাদার হাইব্রিড আওয়ামী লীগার বাদল।
হাবিব সরকার স্বাধীন: রাজধানীর বনানী থানাধীন ১৯নং ওয়ার্ড স্যাটেলাইট এলাকায় গর্জে ওঠা হাইব্রিড আওয়ামী লীগ নামধারী নেতা বাদল ওরফে লন্ড্রি বাদল। যার বিরুদ্ধে রয়েছে একাধিক কিশোর গ্যাং নিয়ন্ত্রণ সহ চাঁদাবাজির অভিযোগ। কিছুদিন পরপর স্যাটেলাইট এলাকায় গ্রুপিংয়ের নেতৃত্বে দিয়ে থাকেন লন্ড্রি বাদল।
সরজমিনে দেখা যায়, প্রস্তাবিত সভাপতি প্রার্থীর ব্যানার লাগিয়ে নিজেকে স্যাটেলাইট ৩নং ইউনিট আওয়ামী লীগের সভাপতি দাবি করেন বাদল। আবার গোপনে বিএনপি’র সাথে সরকার বিরোধী আন্দোলনেও নেতৃত্বে দেন ।
সরকার বিরোধী আন্দোলনে তার অংশ নেওয়ার বিষয়ে সর্বত্র আলোচনা চলছে। এছাড়া তার ঘনিষ্ঠ বন্ধু ১৯নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি রাকিব হত্যার প্রধান আসামি সজিব। সজিব জামিনে বের হওয়ার পর থেকে বাদলের সাথেই বেশি সময় দেখা যায় বলে স্থানীয়রা জানিয়েছেন।
এলাকাবাসী জানিয়েছেন মাদকাসক্ত বাদলের কর্মকান্ডে তারা অতিষ্ঠ। তার বিরুদ্ধে নারী কেলেঙ্কারি, মাদক, ফিটিং বাণিজ্য সহ সরকার বিরোধী আন্দোলনে ভূমিকা রাখার অভিযোগ উঠেছে।
Post Views: 203