চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ক্যাম্পাস বন্ধের প্রতিবাদ ও উপচার্যের পদত্যাগের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে আন্দোলন শুরু করছে শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার সকাল ১০ টা থেকে শহরের বড়ইন্দারা মোড় এলাকায় বিশ্ববিদ্যালয়টির অস্থায়ী ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে ও সড়কে অবস্থান নেয় শিক্ষার্থীরা।
এসময় শিক্ষার্থী এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য প্রফেসর ড. এবিএম রাশেদুল হাসানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করে স্লোগান দেয়।
এসময় শিক্ষার্থীরা অভিযোগ করেন উপাচার্য প্রফেসর ড. এবিএম রাশেদুল হাসান নিয়মিত ক্যাম্পাসে আসেন না, এতে শিক্ষার পরিবেশ চরমভাবে ক্ষতিগ্রস্থ হয়ে আসছে, প্রয়োজনের সময় তারা তাঁকে (উপাচার্য) পান না। তাই শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগ দাবি করছে।
উল্লেখ্য, উপাচার্যের পদত্যাগ দাবিতে গত এক সপ্তাহ থেকে আন্দোলন করে আসছে শিক্ষার্থীরা। এরই মাঝে গত ২৫ আগষ্ট অনিদিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষনা করে কতৃপক্ষ।