ফরিদপুরের  চরভদ্রাসন উপজেলায় মহান বিজয় দিবস-২০২৪খ্রি. এ বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা

Uncategorized ইতিহাস ঐতিহ্য গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন সারাদেশ

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় মহান বিজয় দিবস-২০২৪খ্রি. এ বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। উপজেলা মাল্টিপারপাস হলরুমে সকাল ১১ টায় এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ বিন ফয়সল।


বিজ্ঞাপন

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নিশাত ফারাবী। চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ আব্দুল গাফ্ফার অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন

জানা যায়, সংবর্ধনা অনুষ্ঠানের প্রথমে উপজেলা প্রশাসন বীর মুক্তিােদ্ধাদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন। পরে ৭১’এর কৃত্তি ও স্মৃতিচারণ করে অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম, ফখরুজ্জামান মাষ্টার, চরভদ্রাসন থানার এস.আই মোর্শেদ আলম ও মুক্তিযোদ্ধা প্রজন্ম দীপু খালাসী প্রমূখ।

বক্তারা নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যাক্ত করে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে নিষ্ঠার সাথে দায়িত্ব ও কর্তব্য পালন করার আহবান জানান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *