তাপস চন্দ্র সরকার (কুমিল্লা) : আজ ১০ জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় কুমিল্লা মহেশাঙ্গণ নাট মন্দির প্রাঙ্গণে বাংলাদেশ সেবাশ্রম যুব সংঘ কুমিল্লা মহানগর শাখার আয়োজনে পরমারাধ্য গুরুদেব বাংলাদেশ সেবাশ্রম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শ্রীমৎ আচার্য বিবেকানন্দ গোস্বামী’র ১৭তম বাৎসরিক মিলনমেলা অনুষ্ঠিত হয়।
তদুপলক্ষে সন্ধ্যারতি, ধর্মীয় আলোচনাসভা ও গুরুপূজা শেষে আগত ভক্ত-শ্রোতার মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন- সাবেক সংসদ সদস্য, ত্রাণ ও পুর্ণবাসন বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় কমিটি ও কুমিল্লা দক্ষিণ জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র আহবায়ক হাজী আমিন-উর রশিদ ইয়াছিন।
ওই অনুষ্ঠানে বাংলাদেশ সেবাশ্রম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক উৎপল ব্রহ্মচারী’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির আহবায়ক উদবাদুল বারী আবু ও সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট, কুমিল্লা মহানগর শাখার আহবায়ক শ্যামল কৃষ্ণ সাহা।
অনুষ্ঠানে প্রায় পাঁচ সহস্রাধিক ভক্ত-শ্রোতার সমাগম ঘটে। ওই মেলায় সকল ধর্মের মানুষের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।