অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরের পায়রা ইউনিয়নের পদ্মপুকুর ও সমশপুর গ্রামে মিলনিস্থল দীঘলিয়া সরকরি প্রাথমিক বিদ্যালয়ের পাশ্বে নতুন তৈরি করা মারকাযুল কোরআন মাদ্রাসার শুভ উদ্বোধন ঘোষণা করা হয়েছে।
১০ জানুয়ারী শুক্রবার যোহরের নামাজ শেষ করে এলাকার স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের সহ সর্বস্তরের জনগনের উপস্থিতিতে দোয়ার অনুষ্ঠানের মাধ্যমে কোরআন ও হাদিস এর শিক্ষা বিস্তার করতে মাদ্রাসাটির কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে শুরু করা হয়েছে।
শুভ উদ্বোধন অনুষ্ঠানে কিছু দিক নির্দেশনামুলক কথা বলেন খুলনার মুহাম্মাদনগর মাদ্রাসার মুহাতামিম ও অত্র মাদ্রাসার সার্বিক পরিচালনার দায়িত্বে থাকা মুফতি আব্দুল হাই।
তিনি বলেন, ২০ শতক জমিতে গড়ে তোলা ইটের গাথুনী ও টিনসেড বিশিষ্ট একটি পাকা ঘর এবং ৩ জন শিক্ষক দিয়ে শুভযাত্রা শুরু করলো মারকাযুল কোরআন মাদ্রাসাটি অত্র এলাকার মানুষের জান্নাতে পৌঁছে দেওয়ার ওছিলা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। এই এলাকার প্রতিটি মানুষের উচিত নিজের পরিবারের মতো করে মাদ্রাসার সব ধরনের সহযোগিতায় এগিয়ে আসা। প্রথমে নিজের সন্তানকে ইলম শিক্ষা দেওয়ার জন্য মাদ্রাসায় ভর্তি করেন। এরপর মাদ্রাসায় আর্থিক সহযোগিতা করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করবেন বলে আশা করি।
মাদ্রাসার শুভ উদ্বোধন অনুষ্ঠানে অত্র এলাকার ডাক্তার ইমারুল হক’র সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন নওয়াপাড়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মেসার্স মুন্সি ট্রেডার্স এর সত্তাধিকারী ও অত্র মাদ্রাসার জমি দাতা মুন্সি নূর ইসলাম বাবু।
তিনি বলেন, অত্র এলাকার মানুষের মাঝে দ্বীনি দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য এবং প্রতিটি মানুষের কল্যাণে কোরআন ও হাদিস শিক্ষা নিয়ে সমাজ গড়ার লক্ষ্যে ছোট্ট কোমলমতি শিক্ষার্থীদের মাদ্রাসায় ভর্তি করেন।
মারকাযুল কোরআন মাদ্রাসার বর্তমান পাঠদান বিভাগ সমুহ হলো: প্লে গ্রুপ থেকে ২য় শ্রেনী পর্যন্ত নূরানী বিভাগ। নাজেরা বিভাগ ও হিফয্ বিভাগ এবং বয়স্ক বিভাগ খোলা হয়েছে। আজ মাদ্রাসায় নতুন ছাত্রছাত্রী ভর্তি এবং পাঠদান কার্যক্রম শুরু করা হলো। আলোচনা পর্ব শেষে সকলের উপস্থিতিতে দোয়া পরিচালনা এবং দুপুরের খাবার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।