যশোরে তারুণ্যের উৎসবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত

Uncategorized খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন সংগঠন সংবাদ সারাদেশ

যশোর প্রতিনিধি  :  যশোরে তারুণ্যের উৎসবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। তারুণ্যের উৎসব ২০২৫ এর কর্মসূচির অংশ হিসেবে গতকাল সোমবার  ২৪ ফেব্রুয়ারী,  সকাল ১০টায় যশোর জেলা প্রশাসন কর্তৃক তারুণ্যের উদ্ভাবনী ধারণার খোঁজে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন

উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা প্রশাসক মো: আজাহারুল ইসলাম।


বিজ্ঞাপন

প্রধান আলোচক ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের বিভাগীয় সভাপতি ড. মো: কামরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ।


বিজ্ঞাপন

উক্ত প্রকল্প প্রদর্শন প্রতিযোগিতায় মোট ১১টি শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক দল অংশগ্রহণ করেন। যাদের মধ্যে প্রথম স্থান অধিকার করে যশোর জিলা স্কুল। দ্বিতীয় ও তৃতীয় স্থান দখল করে যথাক্রমে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ডা: আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ। বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথি বৃন্দ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *