নিজস্ব প্রতিনিধি ((খুলনা) : ‘রিফ্রেশার ট্রেইনিং ফর ভ্যাক্সিনেটরস এন্ড সুপারভাইজরস অন রুটিন ইপিআই এন্ড সার্ভিল্যান্স’’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকে স্বাগত বক্তব্য রাখেন কেসিসি প্রশাসক মো: ফিরোজ সরকার।

জানা গেছে, খুলনা মহানগরীতে ইপিআই, মা ও নবজাতকের সেবা কার্যক্রম জোরদার করণের লক্ষ্যে ‘‘রিফ্রেশার ট্রেইনিং ফর ভ্যাক্সিনেটরস এন্ড সুপারভাইজরস অন রুটিন ইপিআই এন্ড সার্ভিল্যান্স’’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা আজ বুধবার সকাল থেকে শুরু হয়েছে।

কেসিসি প্রশাসক মো: ফিরোজ সরকার শেরে বাংলা রোডস্থ নগর স্বাস্থ্য ভবনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন। ইউনিসেফ-এর সহযোগিতায় কেসিসি’র স্বাস্থ্য বিভাগ ৫ দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে। মহানগরীর বিভিন্ন সরকারি-বেসরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রে কর্মরত ভ্যাকসিনেটর, নার্স/প্যারামেডিক ও সুপারভাইজারগণ প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রশাসক বলেন, মানবসেবা একটি মহৎ পেশা। সেবামূলক প্রতিষ্ঠানের এই মহতী পেশা সকলের ভাগ্যে থাকে না। তিনি বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের সেবা কার্যক্রমের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, ভালো ব্যবহার একজন অসুস্থ ব্যক্তিকে অনেককানি সুস্থ করে তোলে। সে কারণে আগত সেবা প্রত্যাশীদের সাথে ভালো ব্যবহার করতে হবে। বিশেষ করে সেবাপ্রার্থী মা ও শিশুদের সাথে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার জন্য তিনি প্রশিক্ষণার্থীদের প্রতি অনুরোধ জানান।
কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিভাগ-খুলনার পরিচালক ডা. মো: মুজিবুর রহমান, কেসিসি’র সচিব শরীফ আসিফ রহমান, ইউনিসেফ-খুলনা বিভাগের চীফ মো: কওসার হোসেন।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন, ন্যাশনাল ইপিআই স্পেশালিস্ট ডা. তাপস কুমার হালদার ও বিশ^ স্বাস্থ্য সংস্থার সার্ভিল্যান্স ইমুনাইজেশন মেডিকেল অফিসার নাজমুর রহমান সজিব। অন্যান্যের মধ্যে কেসিসি’র প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদ, কালেক্টর অব ট্যাক্সেস মো: আব্দুল মাজেদ মোল্যা, উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক) মো: সেলিমুল আজাদ, স্বাস্থ্য বিভাগের প্রধান সহকারী মো: শাহীনুজ্জামান প্রমুখ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। স্বাগত বক্তৃতা করেন কেসিসি’র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মীউল ইসলাম।