ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির কাচাবালিয়া বিকে মাধ্যমিক বিদ্যালয়ে গাভারামচন্দ্রপুর ইউনিয়নে জিপিএ ৫ প্রাপ্তদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

রবিবার দুপুরে বিদ্যালয়ের সভাপতি অধ্যাপক রিয়াছুল আমীন জামাল সিকদার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাওরাকাঠি নব আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু, সাবেক প্রধান শিক্ষক ইসহাক আলী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা, প্রধান শিক্ষক আঃ সালাম।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল হক, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মানিক ডাকুয়া, কৃষি কর্মকর্তা জালিস মাহমুদ প্রমুখ।

জিপিএ ৫ প্রাপ্ত ৪ জন শিক্ষার্থীদের ক্রেস্ট ও উপহার প্রদান করা হয়েছে। এসময় স্কুলের শিক্ষক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জিপিএ ৫ প্রাপ্তদের মধ্যে সামিয়া আক্তার বক্তব্য রাখেন।
