২১ বছর আগের রক্তক্ষয়ী সীমান্ত সংঘর্ষের স্মৃতি এখনো বহন করছে বড়াইবাড়ি বিডিআর ক্যাম্পে

Uncategorized জাতীয়

নিজস্ব প্রতিনিধি ঃ আজ থেকে ২১ বছর আগের ভারত বাংলাদেশের রক্তক্ষয়ী সীমান্ত সংঘর্ষের স্মৃতি এখনো বহন করছে বড়াইবাড়ি বিডিআর ক্যাম্পে।
দেশের সার্বভৌমত্বের প্রতি সরাসরি আঘাত করে ২০০১ সালে রাতের আঁধারে এই ক্যাম্পে নগ্ন হামলা চালায় কয়েকশ বিএসএফ সদস্য।

এই বিশাল ভারতীয় বাহিনীর হামলা অত্যন্ত দক্ষতার সাথে রুখে দিয়েছিল মাত্র ১১ জন বিডিআর সদস্য। এই হামলায় ভারতীয় বাহিনীর ছুঁড়া গুলির দাগ গুলো ক্যাম্পের দেয়ালে সংরক্ষণ করা আছে।

আক্রমণকারী বিএসএফ সদস্যরা রণকৌশলগত ভুলের কারণে তারা ওপেন ফিল্ড (ধানক্ষেত) থেকে ফায়ার ওপেন করলে ক্যাম্পে অবস্হানরত বিডিআর সৈন্যরা নিজেদের রণকৌশলের সর্বোত্তম ব্যবহার করে ভোর ৫টা থেকে দিনের ১১টা পর্যন্ত ধানক্ষেতেই আটকে রাখে বিএসএফ সদস্যদের।

এতে ব্যাপক প্রাণহানির শিকার হয় বিএসএফ। আনুষ্ঠানিকভাবে ভারত ১৬ জন বিএসএফ নিহত হওয়ার ঘটনা স্বীকার করলেও প্রকৃত মৃত্যু সংখ্যা আরো অনেক বলে উল্লেখ করেছে স্হানীয়রা।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *