নিজস্ব প্রতিবেদক : বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধে করা দুর্নীতি মামলার ওপর থাকা স্থগিতাদেশ প্রত্যাহার করে বিচার কার্যক্রম দ্রুত শেষ করতে সংশ্লিষ্ট নিম্ন আদালতকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
২০১০ সালে গয়েশ্বর চন্দ্র রায় এই মামলার বিচার কার্যক্রম বাতিলের আবেদন করেন। দুর্নীতি দমন কমিশন ২ কোটি ৮৬ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গয়েশ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধে ২০০৯ সালে রমনা থানায় মামলাটি করে।
আজ আবেদনের শুনানির সময় গয়েশ্বর চন্দ্র রায়ের পক্ষে আইনজীবী নিতাই রায় চৌধুরী এবং দুদক ও রাষ্ট্রপক্ষে যথাক্রমে আইনজীবী খুরশীদ আলম খান ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক উপস্থিত ছিলেন।