বাগেরহাটের  শরণখোলায় বিদ্যুৎ স্পৃষ্টে শিশুর মৃত্যু

Uncategorized খুলনা জীবনী সারাদেশ

নইন আবু নাঈম, শরণখোলা, (বাগেরহাট): বাগেরহাটের শরণখোলায় বিদ্যুৎ স্পৃষ্টে হাফিজুর রহমান নামের তিন কছরের শিশুর মৃত্যু হয়েছে। ২০ আগষ্ট রবিবার সন্ধ্যায় উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামে এ ঘটনাটি ঘটে। শরণখোলা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সুব্রত কুমার সরকার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন। রিপোর্ট লেখা পর্যন্ত সুরতহাল প্রতিবেদনের প্রস্তুত করা হচ্ছে।


বিজ্ঞাপন

নিহতের পরিবার সূত্র জানায়, হাফিজুরের জন্মের পর পিতা সাইফুল গাজী জীবন জিবীকার তাগিদে ভারতের বেঙ্গালোরে চলে যান। হাফিজুরের বয়স যখন এক বছর তখন তার মা হাজেরা বেগম অন্যের হাত ধরে অজানার উদ্দেশ্য পাড়ি জমান। সেই থেকেই হাফিজুর দাদী জাহানারা বেগমের কাছে থাকত।


বিজ্ঞাপন

রবিবার বিকেলে দাদী গৃহস্থলির কাজে ব্যস্ত থাকায় বাড়ির উঠোনে চার্জরত ইজি ভ্যানের বৈদ্যতিক সুইচের সাথে হাত লাগলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়। সেখান থেকে দ্রুত উদ্ধার করে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা.আশফাক হোসেন শিশুটিকে মৃত ঘোষনা করে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *