আলো আঁধার…………..

Uncategorized ঢাকা রাজধানী সারাদেশ সাহিত্য

মেধাবী ও গুনী লেখিকা ফেরদৌসী রুবি।


বিজ্ঞাপন

!! ফেরদৌসী রুবী !!  আমরা আলো বলতে বুঝি পরিষ্কার-পরিচ্ছন্ন ঝলমলে দিন। আর আঁধার বলতে বুঝি নিকষ কালো অন্ধকার।

আমরা কখনোই হয়তো ভেবে দেখিনা যে এই আলো-আঁধারের আলাদা আলাদা শক্তি রয়েছে, অন্ধকার একটি অনন্য দৈহিক সত্তা হিসেবে নিজের কোন অস্তিত্ব নেই, তাই এটি আলোর গতিতেই ভ্রমণ করে। তবে এখানে কেবল আলোর অনুপস্থিতি।

যদি আলোর সম্পর্কে বলা হয় তাহলে বলতে হবে প্রখর চেতনায় শক্তি পূর্ণ হচ্ছে আলো। যে চেতনা আপনাকে দৈনন্দিন জীবনের সকল কার্জক্রম সম্পর্কে নির্দেশনা প্রদান করবে।
আর আঁধার আপনাকে বিশ্রামের পথে ডাকবে, রাত যতই গভীর হবে ততই অন্ধকার প্রখর হবে, সেই অন্ধকার আপনাকে শুধু নিরব কন্ঠে বলবে,দিনের সকল ক্লান্তি ভুলে ঘুমিয়ে পড়, এবং শক্তি সঞ্চয় করো, যেন পরবর্তী দিনের কাজ আরও শক্তিশালী হয়।
তাই আলো আঁধারের দুটি দিকই শক্তিশালী, একটা আপনাকে শক্তি প্রয়োগ করতে বাধ্য করে, আরেকটি শক্তির সঞ্চয় করতে সহায়ক হয়।

অতএব আলো আঁধার আমাদের সকলের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, আঁধার না থাকলে কখনো আমরা আলোর শক্তি বুঝতে পারতাম না, আর আলো না থাকলে কখনোই আঁধারের প্রয়োজনীয়তা খুঁজে পেতাম না।
ধন্যবাদ ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *