জামালপুর প্রতিনিধি : সন্ত্রাস, উগ্রবাদ নিরসন ,নারী নির্যাতন, বাল্যবিবাহ, যৌতুক প্রতিবোধ ও মাদকাসক্তি নির্মূলে করণীয় শীর্ষক দুই শতাধিক ইমামদের নিয়ে ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জামালপুরের সরিষাবাড়ীতে সোমবার(১১ মার্চ) দিন ব্যাপী ইসলামী ফাউন্ডেশন সরিষাবাড়ী উপজেলা শাখার উদ্যোগে সরিষাবাড়ী উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
এতে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গিয়াস উদ্দিন পাঠান বক্তব্য রাখেন। এতে
আলোচক হিসেবে উপস্হিত ছিলেন সরিষাবাড়ী উলামা পরিষদের সভাপতি মাওলানা আবু বকর সিদ্দিক ,মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মুফতি মাহবুবুর রহমান, জাতীয় ইমাম সমিতি সরিষাবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা খোরশেদ আলম, উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের পেশ ইমাম মাওলানা এনামুল হাসান তরফদার, সরিষাবাড়ী উপজেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের পেশ ইমাম মুফতি আবু সাঈদ কাসেমী প্রমুখ।অনুষ্ঠানটি পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশন সরিষাবাড়ী উপজেলা শাখার ফিল্ড সুপারভাইজার আবু ছালেহ মোঃ ইমরান।