নিজস্ব প্রতিবেদক (সিলেট) : সিলেটের গোয়াইনঘাট সীমান্ত থেকে পৌনে এক কোটি টাকা মূল্যের ৪৩,৫৫০ কেজি ভারতীয় চিনি ও ১,৫৪৮ কেজি চা-পাতা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর একটি টিম, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।
জানা গেছে, আজ সোমবার ৩০ সেপ্টেম্বর, সকালে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন গোয়াইনঘাট উপজেলার সীমান্তবর্তী জাফলং এর রাধানগর নামক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় চিনি-৪৩,৫৫০ কেজি এবং ভারতীয় চা-পাতা-১,৫৪৮ কেজি আটক করে। যার আনুমানিক সিজার মূল্য-৭৪,৬১,৩০০.০০ (চুয়াত্তর লক্ষ একষট্টি হাজার তিনশত) টাকা।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান, পিএসসি বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে ভারতীয় চিনি ও চা-পাতা আটক করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল স্থানীয় কাস্টমস এ জমা করা হবে।