নিজস্ব প্রতিবেদক : কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাসেবা প্রদানে বিভিন্ন অনিয়ম ও হয়রানির অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, কুমিল্লা হতে গত ২৩ ডিসেম্বর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানকালে টিম প্রথমে ছদ্মবেশে হাসপাতালের বহির্বিভাগ ও জরুরী বিভাগে সেবাগ্রহীতাদের সাথে কথা বলে এবং দালালের উপস্থিতি শনাক্ত করে। পরবর্তীতে টিম বিভিন্ন ওয়ার্ডে ভর্তিরত রোগীদের সাথে কথা বলে নানাবিধ অনিয়মের তথ্য পায়।

উক্ত হাসপাতালের ওয়ার্ডবয় কর্তৃক আর্থিক সুবিধার বিনিময়ে কম্বল, বালিশ, ট্রলি এবং হুইল চেয়ার সরবরাহ হয় মর্মে টিম জানতে পারে। অধিকন্তু এনফোর্সমেন্ট টিম ঔষধ স্টোর, প্যাথলজি বিভাগ, খাবার ব্যবস্থাপনাসহ অন্যান্য সংশ্লিষ্ট রেজিস্ট্রার পর্যালোচনা করে অনিয়মের বিষয় প্রত্যক্ষ করে।

টিম কর্তৃক প্রাপ্ত অনিয়মসমূহের বিষয়ে হাসপাতালের পরিচালককে অবহিত করা হলে তিনি কিছু বিষয়ে তিনি তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করেন এবং অবশিষ্ট অভিযোগসমূহের বিষয়ে আশু ব্যবস্থা গ্রহণ করবেন মর্মে দুদক টিমকে আশ্বস্ত করেন।
দিনাজপুর পৌরসভার অন্তর্গত এলজিইডি এবং দিনাজপুর সদর পৌরসভা কর্তৃক বাস্তবায়িত ০৮টি রাস্তা নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার, ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয়, দিনাজপুর হতে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।
টিম নির্বাহী প্রকৌশলী, এলজিইডি, দিনাজপুর এবং দিনাজপুর সদর পৌরসভা হতে অভিযোগে বর্ণিত প্রকল্প সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করে এবং সংশ্লিষ্টদের বক্তব্য গ্রহণ করে।
পরবর্তীতে টিম নিরপেক্ষ প্রকৌশলী এবং সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিসহ রাস্তাগুলো সরেজমিন পরিদর্শন করে এবং প্রাক্কলন অনুযায়ী রাস্তার দৈর্ঘ্য, প্রস্থ, কার্পেটিং, WMM এবং সাব-বেইজের পুরুত্ব পরিমাপপূর্বক নমুনা সংগ্রহ করে।
সরেজমিনে পরিদর্শনে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগের প্রাথমিক সত্যতা রয়েছে মর্মে টিমের নিকট প্রতীয়মান হয়েছে। টিম সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনা এবং সংগৃহীত নমুনা পরীক্ষার ফলাফল প্রাপ্তিসাপেক্ষে কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।
বিআরটিএ, নারায়নগঞ্জ-এর কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ড্রাইভিং লাইসেন্স, লার্নার কার্ড, ফিটনেস সনদ ও অন্যান্য সেবা প্রদানে দালালের মাধ্যমে ঘুস দাবির অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, নারায়ণগঞ্জ হতে অপর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের প্রাক্কালে দুদক টিম ছদ্মবেশে সেবাগ্রহীতাদের সাথে কথা বলে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সেবাপ্রার্থীদের হয়রানি বন্ধে তদারকি নিশ্চিতকরণ এবং সেবা প্রদানে সিটিজেন চার্টার যথাযথভাবে অনুসরণ করার জন্য সংশ্লিষ্ট অফিস প্রধানকে দুদক টিম কর্তৃক পরামর্শ প্রদান করা হয়।
এছাড়াও এনফোর্সমেন্ট টিম বিআরটিএ, নারায়ণগঞ্জ জেলার চলমান পরীক্ষা কেন্দ্র সরেজমিনে পরিদর্শনপূর্বক সেবাপ্রার্থীদের মতামত গ্রহণ করে। প্রাপ্ত তথ্যাবলির ভিত্তিতে টিম কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।
কাশারুপাড়া ইঞ্জিনিয়ার নূরুল আমীন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা, জামালপুর সদর, জামালপুর, এর শিক্ষকের বিরুদ্ধে এতিম ছাত্রদের ক্যাপিটেশন গ্রান্ট এবং এফডিআর এর ২৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, জামালপুর হতে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে টিম উক্ত প্রতিষ্ঠান সরেজমিনে পরিদর্শনপূর্বক সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে জিঙ্গাসাবাদ করে এবং সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করে। সংগৃহীত রেকর্ডপত্রসমূহ পূর্ণাঙ্গরূপে বিশ্লেষণসাপেক্ষে টিম কমিশন বরাবর প্রতিবেদন দাখিল করবে।