জামালপুরের সরিষাবাড়ীতে অটোগ্যাস অ্যান্ড ফিলিং স্টেশনের উদ্বোধন

Uncategorized অর্থনীতি গ্রাম বাংলার খবর জাতীয় বানিজ্য বিশেষ প্রতিবেদন সারাদেশ

সরিষাবাড়ী (জামালপুর ) প্রতিনিধি  : জামালপুরের সরিষাবাড়ীতে এই প্রথম এলপিজি অটোগ্যাস অ্যান্ড ফিলিং স্টেশনের উদ্বোধন করা হয়েছে।শুক্রবার(৩ জানুয়ারি) বিকেল সাড়ে ৫ টায় উপজেলার পোগলদিঘা ইউনিয়নের একুশে মোড় রুদ্র বয়ড়া মেসার্স মামুন এলপিজি অটোগ্যাস অ্যান্ড ফিলিং স্টেশনের উদ্বোধন করা হয়।


বিজ্ঞাপন

এতে আনুষ্ঠানিকভাবে জেলা বিএনপি’র সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। উদ্বোধক হিসেবে জাতীয়তাবাদী যুবদল সরিষাবাড়ী উপজেলা শাখার আহবায়ক ও সাবেক পৌর মেয়র ফয়জুল কবীর তালুকদার শাহীন এর উদ্বোধন করেন।


বিজ্ঞাপন

এতে মেসার্স মামুন এলপিজি অটোগ্যাস অ্যান্ড ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও পোগলদিঘা ইউনিয়ন বিএনপি’র সভাপতি মামুন-অর -রশীদ ফকির সভাপতিত্ব করেন ।

এ সময় উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি (ভারপ্রাপ্ত) মনিরুজ্জামান আদম, উপজেলা বিএনপি’র সাবেক সহ সভাপতি চাঁন মিয়া চানু, যমুনা সারকারখানা শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোর্শেদ আলম তালুকদার, আওনা ইউনিয়ন বিএনপি’র সভাপতি সুরুজ্জামান সুরুজ, ডোয়াইল ইউনিয়ন বিএনপি’র সভাপতি দুলাল মিয়া, সাধারণ সম্পাদক মোর্শেদ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

এতে দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী সহ বিভিন্ন পেশাজীবী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এটি চালু হওয়ায় সরিষাবাড়ীর সীমান্তবর্তী কাজীপুর, গোপালপুর, ধনবাড়ী, মাদারগঞ্জ ও জামালপুর সদর উপজেলার আংশিক সিএনজি চালকদের দুর্ভোগ লাঘবের দ্বার উন্মাচিত হবে বলে উপকারভোগীরা জানান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *