নিজস্ব প্রতিবেদক : আশপাশের বহুতল ভবনের সুয়ারেজের পানিতে ডুবে আছে দেশের অন্যতম শিক্ষাঙ্গন সামসুল হক খান স্কুল এন্ড কলেজ সংলগ্ন সড়ক মাতুয়াইল নিউটাউন এলাকার বেশ কিছু অংশ। এই সড়কের জলাবদ্ধতায় স্থানীয় বাসিন্দাদের চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। জলাবদ্ধতা নিরসনে পানিতে নেমে ব্যানার হাতে নিয়ে প্রতিবাদ করেছেন নিউ টাউন ব্লক এ সমাজ কল্যাণ পরিষদের নেতারা।

এতে সংগঠনের প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন ডেমরা থানার অফিসার ইনচার্জ মাহমুদুর রহমানের প্রতিনিধি এসআই আহসান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ কামাল হোসেন।

সামসুল হক খান স্কুল এন্ড কলেজের ইংলিশ ভার্সনের ইনচার্জ নজরুল ইসলাম। নিউ টাউন ব্লক এ সমাজ কল্যাণ পরিষদের সিনিয়র সহ-সভাপতি ওমর ফারুক, বিশিষ্ট ব্যবসায়ী কামাল হোসেন, ৫ নং রোড নিউ টাউন সোসাইটির সভাপতি মুহিবুল্লাহ রিয়াজ, সড়ক ও জনপথ বিভাগের প্রতিনিধি আকরাম হোসেন, মাওলানা মুজাহিদুল ইসলাম, ইঞ্জিনিয়ার আতিকুর রহমান, মোহাম্মদ গোলাম আযম, এনায়েত হোসেন তালুকদার, ডাক্তার ইউসুফ কামাল রাজীব সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আজ শনিবার দুপুর ১১ টায় সড়কের সামসুল হক খান স্কুল এন্ড কলেজ সংলগ্ন মহিলা কলেজ এলাকায় পানিতে নেমে এই প্রতিবাদ জানান সংগঠনের নেতারা। এতে অংশ নেন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।এদিন সরেজমিনে দেখা যায়, সড়কটির একতা টাওয়ার পয়েন্ট এখনো পানিতে তলিয়ে আছে।
নেতারা বলেন, সড়কের জলাবদ্ধতার প্রধান কারণ আশপাশের বহুতল ভবনের সুয়ারেজ সংযোগ রাস্তার উপরে প্রদান, অবৈধ দখল ও নির্মাণ এবং ড্রেনেজ ব্যবস্থার অব্যবস্থাপনা। এ সমস্যা সমাধানে দক্ষিণ সিটি কর্পোরেশন, সড়ক ও জনপথ বিভাগকে সমন্বয় করে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
নিউটাউন ব্লক এ সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মোঃ ইয়াসিন হাওলাদার বলেন,‘আমাদের নিউটাউন এলাকায় হাজার হাজার মানুষের বসবাস। আমরা এই এলাকা জলাবদ্ধতামুক্ত দেখতে চাই। বছরের পর বছর জলাবদ্ধতা থাকে এই সড়কে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার এই সড়কটি সড়ক ও জনপথ বিভাগের আওতায় পড়ায় সিটি কর্পোরেশন ও সড়ক বিভাগ একে অপরের উপর দোষ চাপায়। আমরা চাই উভয় বিভাগের সমন্বিত উদ্যোগের মাধ্যমে এই সমস্যা সমাধান হোক।
প্রধান বক্তা,বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় মজলিসের সূরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ কামাল হোসেন বলেন, আমরা অতি দ্রুত এই সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট দপ্তরকে কার্যকরী উদ্যোগ গ্রহণের অনুরোধ জানাচ্ছি।
ডেমরা থানা পুলিশের পক্ষ থেকে অফিসার ইনচার্জ এর প্রতিনিধি মোঃ আহসান বলেন, সমস্যাটি যেহেতু এই এলাকার মানুষের তাই সমাধানে তাদেরকেই সর্বাধিক গুরুত্ব দিতে হবে। আমরা ডেমরা থানার পক্ষ থেকে যতটুকু করা দরকার ইনশাআল্লাহ করবো।