নিজস্ব প্রতিনিধি (চট্টগ্রাম) : চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু বলেন, তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ একটি উন্নয়ন ও উৎপাদনমুখী তথা জনবান্ধব সরকারব্যবস্থার প্রয়াস। যেখানে তরুণেরা কেবল ভোটার নয়, বরং চিন্তাশীল অংশীদার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র কাঠামোর নির্মাতা। তরুণেরা একটি দেশের নিয়ামক শক্তি। তরুণরাই আগামীর নীতিনির্ধারক, ন্যায্য রাষ্ট্র প্রতিষ্ঠায় তরুণদের সম্পৃক্ত করতে হবে।

গতকাল শনিবার ৩ মে, বিকালে নগরীর বন্দর এলাকায় আগামী ১০ মে নগরীর রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করার লক্ষ্যে বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিয়াজ উদ্দিন রাজুর সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন, যুগ্ম আহ্বায়ক সাদ চৌধুরীর সঞ্চালনায় প্রস্তুতি সভায় প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকার জনগণের ভোটের অধিকার, মতপ্রকাশের অধিকার সহ সকল গণতান্ত্রিক অধিকার হরণ করেছিল। পর পর তিনটি নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। তারা ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। তাই অন্তর্বর্তীকালীন সরকার যদি অতীস্বত্তর নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করে, ভোটের অধিকার প্রতিষ্ঠায় আমরা আন্দোলনে নামবো।

এসময় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি হারুন আল রশীদ, যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম ভূঁইয়া, সহ-সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, মোখলেছুর রহমান, টিপু সুলতান, সহ-সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ ইসকান্দার, কোষাধ্যক্ষ আকতার হোসেন, সহ-দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম, সহ-পরিবার বিষয়ক সম্পাদক জাকির হোসেন মিশু, বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের
যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম সবুজ, কামরুল ইসলাম, সদস্য মুরাদ, শাহাজাদা, জান্নাত,আজিজ, সেলিম, শহিদুল আনোয়ার, আজম, জাকির, লিমন, কবির, হাসনাত সহ নেতৃবৃন্দ।
একই দিনে নগরীর পতেঙ্গা ও ইপিজেড থানা স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায় নেতৃবৃন্দ আগামী ১০ মে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করার জন্য নেতাকর্মীদের সর্বত্মকভাবে প্রস্তুতি গ্রহণ করার আহ্বান জানান।