নিজস্ব প্রতিনিধি (চট্টগ্রাম) : চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু বলেন, তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ কেবল রাজনৈতিক কর্মসূচি নয়। বরং এটি একটি প্রজন্মের সঙ্গে সংলাপ গড়ার সেতুবন্ধন, একটি জনভিত্তিক, ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র নির্মাণের ভিত্তিপ্রস্তর। সার্বভৌম বাংলাদেশে যেন গণমানুষের স্বাধীনচেতা আকাঙ্খার বাস্তবায়ন ঘটে, সাম্য ও ন্যায়বিচারভিত্তিক সমাজে প্রতিটি মানুষের ভাগ্যের যেন পরিবর্তন ঘটে-সেটিই আমাদের অভীষ্ট লক্ষ্য। তরুণদের ভাবনা, মতামত ও পরামর্শ আমরা জানতে চাই এবং তা কাজে লাগিয়ে ভবিষ্যতের পথে এগিয়ে যেতে চাই।

আজ ৪ মে (রবিবার) বিকালে নগরীর সদরঘাট এলাকায় আগামী ১০ মে নগরীর রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করার লক্ষ্যে সদরঘাট থানা স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সদরঘাট থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইয়াসির আরাফাত এর সভাপতিত্বে ও সদস্য সচিব আনোয়ারুল আবেদীন মুন্না’র সঞ্চালনায় প্রস্তুতি সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ।

ইন্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকার জনগণের ভোটের অধিকার, মতপ্রকাশের অধিকার সহ সকল গণতান্ত্রিক অধিকার হরণ করেছিল। পর পর তিনটি নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। আমাদের লক্ষ্য তরুণদের একাগ্রতা, সম্পৃক্ততা ও অংশগ্রহণের মাধ্যমে গণতান্ত্রিক বাংলাদেশে ফ্যাসিবাদের উত্থান চিরতরে বন্ধ করা। আওয়ামী ফ্যাসিবাদের ১৬ বছরের মানবাধিকার লঙ্ঘন ও জুলাই-আগস্টের গণহত্যার বিচার দ্রুত নিশ্চিত করা।
এসময় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাবেক যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন রকি, সহ- সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, কামাল হোসেন সামির, সহ দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম, সহ-ক্ষুদ্র ও জাতিসত্ত্বা সম্পাদক ইমরান সিদ্দিকী জ্যাকশন, সদরঘাট থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মোনাফ টুটুল, মহিদুল ইসলাম তুহিন, এমএ রাজু, পারভেজ পারু, মোঃ সাগর, আল আমিন, সদস্য ইব্রাহিম খলিল, মাইন উদ্দিন, পারভেজ, জাহাঙ্গীর আলম, আকাশ, সুমনসহ ২৯ ও ৩০ নং ওয়ার্ড নেতৃবৃন্দ।
একই দিনে নগরীর কোতোয়ালী ও ডবলমুরিং থানা স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায় নেতৃবৃন্দ আগামী ১০ মে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করার জন্য নেতাকর্মীদের সর্বত্মকভাবে প্রস্তুতি গ্রহণ করার আহ্বান জানান।