ফরিদপুরের  চরভদ্রাসনে মৃতপ্রায় ভুবেন্বশ্বর নদ  পরিচ্ছন্ন করতে ব্যাপক অভিযান পরিচালনা করেছে তরুণ স্বেচ্ছাসেবীরা

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

ফরিদপুর প্রতিনিধি : নদী বাঁচলে বাঁচবে প্রাণ, পরিবেশ থাকবে অম্লান” এই স্লোগানকে সামনে রেখে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় মৃতপ্রায়  ভুবেন্বশ্বর নদ  পরিচ্ছন্ন করতে ব্যাপক অভিযান পরিচালনা করেছে তরুণ স্বেচ্ছাসেবীরা। স্থানীয় তরুণদের উদ্যোগে এবং স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিডি ক্লিন’-এর সহযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রায় ২০০০ স্বেচ্ছাসেবী এই পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।


বিজ্ঞাপন

শুক্রবার (২৩ মে) সকালে চরভদ্রাসন সরকারি কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ফজলুর রহমান।


বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। উদ্বোধনের পূর্বে স্বেচ্ছাসেবীরা নদী রক্ষা ও পরিবেশ সংরক্ষণের প্রত্যয়ে শপথ বাক্য পাঠ করেন।


বিজ্ঞাপন

দীর্ঘদিনের ময়লা-আবর্জনা জমে এবং নদীর উৎসমুখ সংকীর্ণ হয়ে যাওয়ায় একসময়ের প্রবাহমান লোহারটেক নদীতে পানির প্রবাহ বন্ধ হয়ে গেছে। নদীর স্বাভাবিক গতি ফিরিয়ে আনতে এবং নাব্যতা পুনরুদ্ধারে এই পরিচ্ছন্নতা অভিযান ও পরবর্তী উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আয়োজকরা।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ফজলুর রহমান বলেন, “নদী আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। লোহারটেক নদীর এই পরিচ্ছন্নতা অভিযান কেবল নদীকে পুনরুজ্জীবিত করবে না, বরং পরিবেশ সংরক্ষণে তরুণদের এই উদ্যোগ অন্যদের জন্যও অনুপ্রেরণা হবে। আমরা সবাই মিলে এই ধরনের কার্যক্রমকে আরও বেগবান করতে হবে।”

বিডি ক্লিন’-এর কর্মী রাকিব হাসান জানান, “আমাদের নদীগুলো আমাদের জীবনরেখা। ভুবেন্বশ্বর নদ  বাঁচাতে আমরা সবাই একসঙ্গে কাজ করছি। এই অভিযান শুধু পরিচ্ছন্নতার মধ্যে সীমাবদ্ধ নয়, এটি আমাদের পরিবেশের প্রতি দায়বদ্ধতার প্রতিফলন।”

অন্য একজন কর্মী মাহমুদুল হাসান বলেন, “দেশব্যাপী আমাদের স্বেচ্ছাসেবীরা পরিবেশ রক্ষায় কাজ করে যাচ্ছে।ভুবেন্বশ্বর নদের এই অভিযানে ২০০০ স্বেচ্ছাসেবীর অংশগ্রহণ আমাদের জন্য গর্বের বিষয়। আমরা ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখব।”

এই অভিযানে স্থানীয় বাসিন্দারাও স্বেচ্ছাসেবীদের সঙ্গে সহযোগিতা করেন। আয়োজকরা জানান, পরিচ্ছন্নতার পাশাপাশি নদীর নাব্যতা ফিরিয়ে আনতে প্রশাসনের সহযোগিতায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হবে। এই উদ্যোগ পরিবেশ সংরক্ষণে একটি টেকসই পদক্ষেপ হিসেবে স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *