রাজবাড়ীতে জেলা বিএনপির আহ্বায়কের বাসায় চুরি

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর বিশেষ প্রতিবেদন সারাদেশ

মোঃ জাহিদুর রহিম মোল্লা  (রাজবাড়ী)  :  রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক ও জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট লিয়াকত আলীর বাসায় তালা ভেঙে দুর্বৃত্তের চুরি । শুক্রবার ২৩ মে দিবাগত রাতের কোনো এক সময় রাজবাড়ী শহরের দক্ষিণ ভবানীপুর এলাকার এই চুরির ঘটনা ঘটে। বাসার নিচতলার চারটি কক্ষ তছনছ করে চোরের দল মূল্যবান সামগ্রী লুট করে বলে প্রাথমিকভাবে জানা গেছে।


বিজ্ঞাপন

অ্যাডভোকেট লিয়াকত আলী বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। তার স্ত্রী কিডনি রোগে আক্রান্ত হয়ে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। স্ত্রীকে নি‌য়ে গত বুধবার তিনি ঢাকায় যান। তাদের দুই সন্তানও ঢাকায় অবস্থান করেন। ফলে বাসাটি সম্পূর্ণ ফাঁকা ছিল।


বিজ্ঞাপন

শনিবার সকাল ৯টার দিকে বাসার দোতলায় নির্মাণকাজ করতে আসা মিস্ত্রিরা তালা ভাঙা অবস্থায় দরজা খোলা দেখতে পান। এ সময় ঘরের বিছানা উল্টানো, আসবাবপত্র এলোমেলো এবং কাপড়চোপড় ছড়ানো অবস্থায় দেখতে পেয়ে তারা প্রতিবেশী শাকিলকে জানান। শাকিল তাৎক্ষণিকভাবে অ্যাডভোকেট লিয়াকত আলীকে ফোনে বিষয়টি জানান।এ প্রসঙ্গে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি আবেগঘন স্ট্যাটাস দেন অ্যাডভোকেট লিয়াকত আলী।


বিজ্ঞাপন

তিনি লেখেন, দুর্ভাগ্য যখন হাতছানি দেয়, আমি ঢাকার একটি হাসপাতালে আছি, এরই মধ্যে গত রাতে আমার বাসার তালা ভেঙে সব কিছুই চুরি হয়ে গেছে। একেবারে লুটপাট হয়ে যাওয়ার মত ঘটনা ঘটে গেছে। মোবাইলে যোগাযোগ করলে তিনি বলেন, আমি ঢাকায় স্ত্রী চিকিৎসাধীন থাকায় তার সঙ্গেই রয়েছি। সকালে জানতে পারি যে বাসায় চুরি হয়েছে। এখনও নিশ্চিত করে বলতে পারছি না ঠিক কী কী জিনিসপত্র চুরি হয়েছে। তবে অনেক মূল্যবান জিনিস বাসায় ছিল।

রাজবাড়ীতে ফিরে গিয়েই বিস্তারিত জানতে পারব। রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পু‌লিশ পাঠ‌নো হ‌য়ে‌ছে। সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *