মোঃ সাইফুর রশিদ চৌধুরী : গোপালগঞ্জের কাঠি ইউনিয়নের তেলীগাতী গ্রামের বীর মুক্তিযোদ্ধা আলী আহমেদ শেখ (১০৪) ২৪ মে শনিবার রাত ৩:৩০ মিনিটে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মরহুম ১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধের পাকিস্তান সেনাবাহিনীর ট্যাঙ্ক চালক হিসাবে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। ৭১ এর স্বাধীনতা যুদ্ধে রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা হিসাবেও বিশেষ ভূমিকা রাখেন। অবসরপ্রাপ্ত সেনা সদস্য মাওলানা শামসুল হক ফরিদপুরী (রঃ) সদর সাহেব হুজুরের প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী তেলীগাতী মাদ্রাসার আমরন খেদমতগার ছিলেন।

এ মাদ্রাসাটি দৈন্যদশার থেকে তার অক্লান্ত শ্রম ও দানে এখন প্রথম শ্রেণীর মাদ্রাসায় রূপান্তর হয়েছে। তিনি আরো অনেক ধর্মীয় সামাজিক প্রতিষ্ঠানকে সহযোগিতার মাধ্যমে সমুন্নত ও মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছেন। মৃত্যু কালে তিনি ৫ পুত্র ও ৫ কন্যাসহ অগনিত শুভাকাঙ্ক্ষী রেখে যান । মরহুমের জানাজা শনিবার ২৪ মে জোহরবাদ তেলিগাতী মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

মরহুমের এক ছেলে হেদায়েত হোসেন নাফকো বিল্ডার্স এর সত্বাধীকারী আর এক ছেলে রোমান শেখ হুরায়রা বিল্ডার্স এর মালিক।।

গোপালগঞ্জের জেলা প্রশাসক যুগ্ম সচিব মুহম্মদ কামরুজ্জামান এর প্রতিনিধি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসতিয়াক মাহমুদ ও একটি চৌকস পুলিশ বাহিনী এবং বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস সেনাদল তাকে রাষ্ট্রীয় সম্মান ও অন্তিম শ্রদ্ধা জানায় ।