বিনোদন প্রতিবেদক : হাজার ভক্তের হৃদয়ে বশত করা বাংলা চলচ্চিত্রের প্রিয় মুখ সবার সেরা অভিনেত্রী পপি, হয়তো দ্বিতীয় কোনো অভিনেত্রী এই সুন্দরী গ্ল্যামার দেহের গঠন অভিনয় বিনোদন নিয়ে আত্ম প্রকাশ করতে পারা অসম্ভব হবে।

শাড়িতে ড্রেসে ওয়েস্টার্ন পোশাক পরিধান সহ সকল স্টাইল ভূমিকায় এই অভিনেত্রী ছিল অনন্য ভিন্ন রকমের আকর্ষণ নিয়ে পর্দায় আকর্ষিত আমাদের প্রিয় অভিনেত্রী পপি যার স্বপ্নে বিভোর হয়ে হাজারো দর্শকের সুখের ভাবনায় কাটতো। হয়তো এই অভিনেত্রী বাংলাদেশ চলচ্চিত্রে না হয়ে হলিউড বলিউড তারকাদের কাতারে থাকতে পারতো।

বাংলা চলচ্চিত্রের পরিচালক প্রযোজক এই অভিনেত্রীর প্রতিভা অনুযায়ী হাইট গ্লামার অভিনয় ভঙ্গি সৌন্দর্যকে ফুটিয়ে তুলতে না পারায় দর্শক শ্রোতা আশানুরূপ সাড়া দিলেও বাংলা চলচ্চিত্রের হয়ে কাজ করায় এই অভিনেত্রীকে মূল্যায়িত না করা হলো এমনটি আজ মনে হচ্ছে এই অভিনেত্রীর ক্ষেত্রে।।

তবুও হলিউড বলিউডের নায়িকাদের চেয়ে আমাদের পপি কোন অংশেই কম ছিল না লক্ষ-দর্শক এখনো এই অভিনেত্রীর প্রেমে ভালোবাসায় আন্তরিক হয়ে বাংলা চলচ্চিত্রে তার অভাবটুকু অনুভব করে।।
জীবনের শেষ সময় নিজেকে বাঁচাতে গিয়ে পরিবার দেশ চলচ্চিত্রকে বিদায় দিয়ে সবার নজর থেকে আড়ালে লুকিয়ে গেছেন ভালো থাকবেন ভালো থেকো প্রিয় অভিনেত্রী শুভকামনা এবং ভবিষ্যৎ জীবনের জন্য আন্তরিক দোয়া ও ভালোবাসা রইলো।