নিজস্ব প্রতিনিধি (কুমিল্লা) : প্রথমবারের মতো “চন্দ্রিকা গীতা শিক্ষা কেন্দ্র” এ-র অভিভাবক সমাবেশ ও কৃতিত্ব শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়। শুক্রবার (২৫ জুলাই ২০২৫) বিকেল সাড়ে ৪টায় কুমিল্লা রাণীর বাজার সারদা পালের মাঠ সংলগ্ন চন্দ্রিকা গীতা শিক্ষা কেন্দ্রে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে চন্দ্রিকা গীতা শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থী শুভ চক্রবর্তী সদ্য অনুষ্ঠিত এসএসসি-২০২৫ পরীক্ষায় অংশগ্রহণ করে ভালো ফলাফল করায় শিক্ষার্থী শুভ চক্রবর্তী’র হাতে শুভেচ্ছা ও অভিনন্দন ক্রেস্ট তুলে দেন চন্দ্রিকা গীতা শিক্ষা কেন্দ্রে উপদেষ্টা তাপস কুমার নাহা ও চন্দ্রিকা গীতা শিক্ষা কেন্দ্রে উপদেষ্টা এডভোকেট তাপস চন্দ্র সরকার।

এসময় উপস্থিত ছিলেন চন্দ্রিকা গীতা শিক্ষা কেন্দ্রের পরিচালক তিথি চক্রবর্তী, চন্দ্রিকা গীতা ক্লাসের গুরুজি কেশব চক্রবর্তী এবং চন্দ্রিকা গীতা শিক্ষা কেন্দ্রের পরিচালক নীলাঞ্জন দাশসহ চন্দ্রিকা গীতা শিক্ষা কেন্দ্রে শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের আত্মার সৎগতি এবং আহতদের সুস্থতা কামনার্থে এক মিনিট নীরবতা পালন ও প্রার্থনা করা হয়।
