নিজস্ব প্রতিনিধি (সিলেট) : সীমান্ত গ্রামে কলসীর ভেতর থেকে বিদেশি মদের চালান সহ হোসেন আলী নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। হোসেন সুনামগঞ্জের তাহিরপুরের উওর শ্রীপুর ইউনিয়নের বালিয়াঘাট সীমান্তের সীমান্ত গ্রাম লালঘাটের আলমাছ মিয়ার ছেলে।

শুক্রবার রাতে তাহিরপুর থানার ওসি মো. দেলোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেন। ওসি জানান,শুক্রবার বিকেলে মামলা দায়ের পূর্বক মাদক কারবারিকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মামলার সুত্রে জানা যায়, থানার টেকেরঘাট অস্থায়ী পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই পংকজ দাশ সঙ্গীয় ফোর্স নিয়ে সীমান্তের লালঘাট গ্রামে হোসেনের বসতঘরে থাকা পানির কলনীর ভেতর থেকে ২৭ বোতল বিদেশি মদ জব্দ করে। ওই সময় মাদক কারবারে জড়িত থাকায় হোসেনকে গ্রেফতার করা হয়।
