নিজস্ব প্রতিনিধি (বেনাপোল) : বেনাপোল বাজারের পরিচিত ব্যবসায়ী ও মেসার্স মা ট্রেডার্স-এর মালিক মোঃ আবু সাঈদ এক মাস আগে ফেসবুকে বিশিষ্ট মাছ ব্যবসায়ী মোঃ রেজাউল করিম ও তার ব্যবসায়িক অংশীদার মোঃ সাহানুর রহমান খোকন-এর বিরুদ্ধে কটুক্তিপূর্ণ বক্তব্য প্রদান করেন। এ ঘটনাকে কেন্দ্র করে ব্যবসায়ী মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

তবে আজ সাংবাদিকদের সামনে সরাসরি ভিডিও বক্তব্যে আবু সাঈদ তার ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, “বেনাপোলের কিছু অসৎ মানুষের প্ররোচনায় পড়ে আমি ওই ধরনের কথা বলেছিলাম, যা একদমই ঠিক হয়নি। আমি রেজাউল কাকা ও খোকন কাকার সঙ্গে সরাসরি বসে বিষয়টি মীমাংসা করেছি। আমি এই ঘটনার জন্য আন্তরিকভাবে দুঃখিত।”

তিনি আরও বলেন, “ভবিষ্যতে এ ধরনের কোনো মন্তব্য আমি সামাজিক যোগাযোগমাধ্যমে করব না।”

এ ধরনের ভুল স্বীকার এবং প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা ব্যবসায়ী সমাজে একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মত দিয়েছেন বেনাপোল বাজারের অন্যান্য ব্যবসায়ীরা।
