নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় হাজী মোয়াজ্জেম স্কুলের পেছনে নির্মিত একটি ছয়তলা ভবন হেলে পড়ার খবর পাওয়া গেছে। গতকাল রোববার (২৭ জুলাই) দুপুর অনুমান ১২ টার দিকে এ ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানিয়েছেন, ছয় তলা ভবনটি পাশের একটি সাত তলা ভবনের দিকে হঠাৎ হেলে পড়েছে। এঘটনায় এলাকাবাসীর মাঝে বিরাজ করছে চরম আতংক।

তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। কি কারণে ঘটনার সূত্রপাত হয়েছে তা জানা যায়নি। ডেমরা এলাকায় রাজউকের অনুমোদিত নকশা ছাড়াই একাধিক বহুতল ভবন গড়ে ওঠার কারণ হিসেবে দেখছেন কেউ কেউ।

ডেমরা থানা পুলিশ সূত্রে জানা গেছে, হেলে পড়া ভবনটির বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে (রাজউক) কে বিষয়টি অবহিত করা হয়েছে। তাঁরা ঘটনা স্থলে উপস্থিত হলে বিস্তারিত জানানো হবে।

এদিকে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারগুলোর স্থায়ী বসবাসের জন্য ফ্ল্যাট দেওয়ার জন্য একটি প্রকল্প নিয়েছিল জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ। প্রকল্পটি অনুমোদনের জন্য জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় উপস্থাপন করা হয়েছিল।

কিন্তু একনেক সভায় প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়নি। এ প্রকল্পের আওতায় জুলাই শহীদ পরিবারগুলোর জন্য ৮০৪ ফ্ল্যাট নির্মাণ করার কথা ছিল।