আব্দুল হালিম সরদার : ব্যাংকিং খাতে এস আলম গ্রুপের কথিত ‘অবৈধ নিয়োগ ও একচেটিয়া দখলদারত্ব’ বাতিলের দাবিতে ইসলামী ব্যংক গ্রাহক ফোরামের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ই অক্টোবর) রাজধানীর মিরপুরে ইসলামি ব্যংক পল্লবী শাখার সামনে মানববন্ধন করেছে ইসলামী ব্যাংকের সেবাগ্রহীতার।

মানববন্ধনে ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত এস আলম গ্রুপের প্রভাব খাটিয়ে ইসলামী ব্যাংকে চট্টগ্রামের আঞ্চলিক পর্যায়ে দেওয়া অবৈধ নিয়োগগুলো অবিলম্বে বাতিল এবং ।পাচারকৃত অর্থ ফেরত নিয়ে আসার দাবি জানান বক্তারা। একইসঙ্গে তারা সারা দেশ থেকে মেধা যাচাইয়ের মাধ্যমে সৎ ও যোগ্য প্রার্থী নিয়োগের আহ্বান জানান তারা।
মানববন্ধনে ব্যবসায়ী রফিকুল ইসলাম, মাসউদুর রহমান, মো. তরিকুল ইসলাম, মোর্শেদ আলম, মো: মোজাম্মেল হোসাইন বক্তব্য দেন। সচেতন পেশাজীবী গ্রুপের পক্ষে বক্তব্য রাখেন ইউনুস আলি মাসউদ, আশ্রাফুজ্জামান সানি। একই দাবিতে পৃথকভাবে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করে বৈষম্য বিরোধী চাকুরী প্রার্থী ।

বক্তারা অভিযোগ করেন: এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেওয়ার পর ২০১৭ সালের পর থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত বিভিন্ন পদে ৮,৩৪০০ জনকে অবৈধভাবে নিয়োগ দিয়েছে, যাদের অধিকাংশেরই মূল উৎস চট্টগ্রাম অঞ্চল।নিয়োগপ্রাপ্তদের মধ্যে ৪,৫০০ জনেরও বেশি শুধুমাত্র পটিয়া উপজেলার বাসিন্দা বলে দাবি করা হয়।

দেশের ৬৩ জেলার প্রার্থীদের বঞ্চিত করে একটি নির্দিষ্ট অঞ্চলের প্রার্থীদের প্রাধান্য দেওয়ায় ব্যাংকের সেবার মান ও প্রশাসনিক শৃঙ্খলা ভেঙে পড়েছে। নিয়োগপ্রাপ্তদের অধিকাংশই গ্রাহকদের সাথে দুর্ব্যবহার করেন, পেশাদার সেবা দিতে অক্ষম এবং আঞ্চলিক ভাষায় কথা বলার কারণে গ্রাহকদের যোগাযোগে সমস্যা তৈরি হয়।
বক্তরা অবিলম্বে এসব অবৈধ নিয়োগ বাতিল করে সারা দেশ থেকে মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করার দাবি জানান। এসময় গ্রাহক ফোরামের নেতৃবৃন্দের সাথে অন্যান্য সেবাগ্রহীতাসহ স্থানীয় জনসাধারণের অংশগ্রহণ করেন।