নিজস্ব প্রতিবেদক (সুনামগঞ্জ) : ইয়াবার চালান সহ নুর হোসেন নামে এক ইয়াবা কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার মামলা দায়ের পুর্বক সুনামগঞ্জের তাহিরপুর থানা পুলিশ তাকে আদালতে সোপর্দ করেছে।

গ্রেফতার নুর হোসেন তাহিরপুরের উওর বড়দল ইউনিয়নের চানঁপুর সীমান্তের রজনীলাইন সীমান্ত গ্রামের কাঞ্চন মিয়ার ছেলে।
তাহিরপুর থানার দায়িত্বশীল অফিসার এ তথ্য নিশ্চিত করেন।
থানা পুলিশ জানায়, থানার ট্যাকেরঘাট অস্থায়ী পুলিশ ক্যম্পের সদস্যরা সঙ্গীয় অফিসার্স ফোর্সের সহযোগিতায় রবিবার রাতে ট্যাকেরঘাট-চাঁনপুর সীমান্ত সড়ক থেকে নুর হোসেনকে গ্রেফতার করেন। এরপর তার হেফাজত থেকে ১৯ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

সোমবার থানার ট্যাকেরঘাট অস্থায়ী পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই মোহাম্মদ আলী বাদী হয়ে গ্রেফতার নুর হোসেনের নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করেন।
