দুদক এনফোর্সমেন্ট ইউনিটের অভিযান

অপরাধ

নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরের কাহারোল উপজেলায় হাট-বাজারের খাজনা বাবদ প্রদানকৃত টাকা আত্মসাতের অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুদক। দুদক অভিযোগ কেন্দ্রে (হটলাইন -১০৬) আগত অভিযোগের প্রেক্ষিতে দিনাজপুর জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মোঃ জিন্নাতুল ইসলামের নেতৃত্বে রোববার এ অভিযান পরিচালিত হয়। সরেজমিন অভিযানে কাহারোল উপজেলার ২নং রসুলপুর ইউনিয়নের খাজনা আদায় সংক্রান্ত নথি সংগ্রহ করা হয়। অভিযোগ সংশ্লিষ্ট কর্মচারী এবং উপস্থিত সেবাগ্রহীতাদের অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদ করে দুদক এনফোর্সমেন্ট টিম। টিমের উপস্থিতিতে তাৎক্ষণিকভাবে সেবা প্রদান সংক্রান্ত বেশ কিছু জটিলতা/দীর্ঘসূত্রিতার নিরসন করা হয়। অভিযান পরিচালনাকারী টিম অভিযোগের বিষয়ে সংগৃহীত তথ্যসমূহ যাচাইপূর্বক কমিশনে বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করবে।


বিজ্ঞাপন

চুয়াডাঙ্গায় নির্মিত ব্রীজের সাথে সংযোগ সড়ক নির্মাণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে এবং কাশিমপুর কারাগার ও গাজীপুর জেলা কারাগার কর্তৃপক্ষের বিরুদ্ধে নানাবিধ দুর্নীতি, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে যথাক্রমে সমন্বিত জেলা কার্যালয়, কুষ্টিয়া ও সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-২ হতে ৩টি পৃথক এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়েছে।


বিজ্ঞাপন