নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান

অপরাধ আইন ও আদালত রাজধানী

নিজস্ব প্রতিবেদক : মঙ্গলবার বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোবাশ্বের আলম এর নেতৃত্বে ঢাকা মহানগরীর খিলগাঁও গোড়ান বাজার এলাকায় অবস্হিত “বাবার দোয়া বেকারী” ও “মায়ের দোয়া বেকারী” তে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানকালে বেকারী দুটিতে খাদ্যপণ্য উৎপাদনে চরম অব্যবস্হাপনা ও দায়িত্বহীনতা পরিলক্ষিত হয়। এসময় উভয় বেকারী কর্তৃপক্ষ বেকারীর খাদ্যদ্রব্য উৎপাদন, মজুদ, প্রক্রিয়াকরণ, সরবরাহ ও ক্রয় বিক্রয়ের সংশ্লিষ্ট পক্ষগণের রসিদ বা চালান এবং যথাযথ কর্তৃপক্ষ প্রদত্ত সকল কর্মচারীর স্বাস্হ্য সনদসহ আনুষঙ্গিক কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হওয়ায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর বিধান অনুযায়ী প্রত্যেক বেকারীকে ১,০০,০০০ (এক লক্ষ) টাকা করে উভয়কে সর্বমোট ২,০০,০০০ (দুই লক্ষ) টাকা জরিমানা করা হয়। এসময় উভয় বেকারী কর্তৃপক্ষকে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে খাদ্যপণ্য উৎপাদনের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। অভিযানকালে নিরাপদ খাদ্য পরিদর্শক জনাব মোঃ মিজানুর রহমান এবং পুলিশ সদস্যবৃন্দ উপস্হিত ছিলেন।


বিজ্ঞাপন