মুজিব শতবর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু ফুটবল টুনামের্ন্টে বাগদাহ যুবসংঘ চ্যাম্পিয়ান

খেলাধুলা

অভয়নগর প্রতিনিধি : অভয়নগরে পায়রা ইউনাইটেড ক্লাবের পক্ষ থেকে মুজিব শতবর্ষ উপলক্ষে ১৬ দলীয় ফুটবল টুনামের্ন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে পায়রা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এই ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।
পায়রা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ হাফিজুর রহমান বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন আকিজ গ্রুপের চেয়ারম্যান শেখ নাসির উদ্দিন (সিআইপি)। পায়রা ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক মোঃ সুমন আহমেদ’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পায়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিষ্ণুপদ দত্ত, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মোঃ সুমন আহমেদ, সাবেক চেয়ারম্যান ফিরোজ মহলদার, সাবেক ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ মশিউর রহমান, সাবেক ছাত্রনেতা মোঃ মনিরুল ইসলাম তরফদার, চলিশিয়া ইউনিয়নের বিএনপি’র চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রাজ্জাক, পায়রাহাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম আহম্মদ আলী, নওয়াপাড়া পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ আসাদুজ্জামান জনি, নওয়াপাড়া পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোঃ স¤্রাট হোসেন, দামুখালী পুলিশ ক্যাম্পের টু-আইসি মোঃ এজাজ মাহমুদ, পায়রা বাজার কমিটির সাধারন সম্পাদক মোঃ গোলাম রসুল তরফদার, সহ প্রমূখ।
৯০ মিনিটের ফুটবল খেলায় বাগদাহ যুবসংঘ বনাম শ্রাবণ মেডিকেল হল ফুটবল একাদশ ফাইনাল খেলা দূর-ধুরান্ত থেকে দেখতে ক্রীড়াপ্রেমী মানুষ ছুটে আসে। ফুটবল খেলায় বাগদাহ যুবসংঘ ৫ গোল করে। অনুষ্ঠানের উপস্থিত অতিথিবৃন্দের নিকট থেকে বাগদাহ যুব সংঘের ক্যাপ্টেন মোঃ বাপ্পি হাসান ও টিম ম্যানেজার আব্দুর রশিদ মোল্যা চেম্পিয়ান দলের পক্ষে প্রথম পুরষ্কার একটি ফ্রিজ গ্রহন করেন। অপরদিকে কোনো গোল করতে না পারায় শ্রাবণ মেডিকেল হল ফুটবল একাদশের রানার্স আপ হয়ে দলের পক্ষে ১টি এলইডি টেলিভিশন গ্রহন করেন টিম ম্যানেজার মোঃ পারভেজ হোসেন সহ সকল খেলোয়ার বৃন্দ। মুজিব শতবর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু ফুটবল টুনামের্ন্টের ফাইনাল খেলায় কয়েক হাজার দর্শক উপস্থিত থেকে উপভোগ করেন। খেলায় সার্বিক সহযোগীতা করেন পায়রা ইউনিয়ন ব্যাংক এশিয়া। খেলা শেষে অতিথিবৃন্দরা শুভেচ্ছা বক্তব্য পায়রাহাট ইউনাইটেড ক্লাবের বিভিন্ন ধরনের সহযোগীতা করার প্রতিশ্রুতি দেন।


বিজ্ঞাপন