নিজস্ব প্রতিবেদক : রোববার ডিএমপির শ্যামপুর থানা এলাকার জুরাইন রেলগেট সংলগ জুড়াইন টাওয়ারের সামনে থেকে একটি কাঠের বাটযুক্ত দেশীয় পাইপ গান ও পাঁচ রাউন্ড কার্তুজ ভর্তি ব্যাগসহ মো. নান্নু মিয়া(৩০) নামের একজন অস্ত্র ব্যবসায়ী অস্ত্র আটক করেছে এসআই আলমগীর খান বিপি ৮৬১৩১৪৮২৮২ সহ শ্যামপুর থানার সঙ্গীয় ফোর্স। ঘটনাস্থল ও থানাসূত্রে জানা যায়, সঙ্গীয় ফোর্স মো. ফরিদ, মো. লিটন, এসআই/৩৬২০ মো. ওমর ফারুককে নিয়ে মো. আলমগীর খান বিপি, এসআই শ্যামপুর থানা, ১৬আগষ্ট পোস্তগোলা ফায়ার সার্ভিসের সামনে মোবাইল ডিউটিরত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে এবং উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আনুমানিক ৭.৪০টায় ঘটনাস্থলে পৌছে আসামীদের চ্যালেঞ্জ করলে আসামী দৌড়ে পালানোর চেষ্টা করে। মো. আলমগীর খান বিপি, এসআই শ্যামপুর থানা সঙ্গীয় ফোর্সের সহায়তায় ১নং আসামী মো. নান্নু মিয়া (৩০) আটক ও একটি কাঠের বাটযুক্ত দেশীয় পাইপ গান ও পাঁচ রাউন্ড কার্তুজ ভর্তি ব্যাগসহ আটক কওে এবং ২নং আসামী ছোট্ট (৩০) পিতা ও সাং অজ্ঞাত, থানা-দক্ষিণ কেরানীগঞ্জ, জেলা-ঢাকা দৌড় দিয়ে পালিয়ে যায়। ঘটনার ভিত্তিতে অফিসার ইনচার্জ মফিজুল আলম তাৎক্ষনিক ঘটনাস্থলে আসেন এবং আসামীকে পাইপ গান এবং কার্তুজ এর বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে একজন অবৈধ অস্ত্র ব্যবসায়ী বলে স্বীকার করে। উক্ত অস্ত্রটি বিμি করার জন্য তার সহযোগীসহ উল্লেখিত স্থানে অপেক্ষা করছিল। ১৭আগষ্ট উদ্ধারকৃত জব্দ তালিকা থানা হেফাজতে রেখে ১৮৭৮ সালের অস্ত্র আইনে ১৯-এ ধারা মতে একটি মামলা হয়। মামলা নং-১৪-১৬.০৮.২০২১।
প্রকাশ থাকে শ্যামপুরের এসআই মো. আলমগীর খান বিপি এর আগে ২৪/০৩/২০২১ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে আরো একটি অস্ত্র ও এক রাউন্ডগুলি উদ্ধার করে। ঘটনার প্রেক্ষিতে এলাকার স্থানীয় লোকজন বলেন, তিনি সৎ, নির্লভ ও দেশপ্রেমিক পুলিশ অফিসার এতে প্রমানের অপেক্ষা রাখে না।