রাজশাহী জেলা পরিষদ ও সিটি করপোরেশন এর সাথে সমোঝোতা স্বারক স্বাক্ষর

Uncategorized

নিজস্ব প্রতিনিধি ঃ সোনাদিঘি সংলগ্ন পুরাতন সার্ভে ইনস্টিটিউটের স্থানে রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণে ভূমি সংক্রান্ত জটিলতার অবসান হতে চলেছে। রাজশাহী সিটি কর্পোরেশনকে জমি দিতে সম্মত হয়েছে রাজশাহী জেলা পরিষদ।
এ বিষয়ে আজ শনিবার নগর ভবনে মেয়র দপ্তরকক্ষে রাজশাহী সিটি কর্পোরেশন ও রাজশাহী জেলা পরিষদের মধ্যে খসড়া সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

খসড়া চুক্তিতে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন ও রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার এবং রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন ও জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহা. রেজা হাসান সই করেন ।

এ সময় উপস্থিত ছিলেন রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সরিফুল ইসলাম বাবু, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, রাসিকের ২১ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নিযাম উল আযীম, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আনোয়ার হোসেন, সচিব মশিউর রহমান,, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন প্রমুখ।