নড়াইলে শিক্ষার্থীদের সাথে পুলিশ সুপারের সামাজিক ও সাইবার অপরাধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

Uncategorized জীবন-যাপন

মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
গত (১৩ এপ্রিল) বুধবার নড়াইল সদর থানাধীন মাইজপাড়া মাধ্যমিক বিদ্যালয় ও মাইজপাড়া আদর্শ বালিকা বিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে সামাজিক ও সাইবার অপরাধ বিষয়ক সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সাইবার অপরাধ বিষয়ক সচেতনতামূলক মতবিনিময় সভায় গোলাম মোর্তজা স্বপন এবং মোঃ জিল্লুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পুলিশ সুপার প্রবীর কুমার রায়,পিপিএম (বার)।এসময় স্কুলের শিক্ষার্থী’রা অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।পুলিশ সুপার তার বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, বর্তমানে দেশে সামাজিক ও সাইবার অপরাধ (ফেসবুক আইডি হ্যাক,ব্ল্যাকমেইল,আপত্তিকর ছবি বা ভিডিও শেয়ার,হ্যারাজমেন্ট) প্রবণতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। ইন্টারনেট বা তথ্যপ্রযুক্তি ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি পেলেও বাড়ছে না প্রযুক্তির সচেতন ব্যবহারকারীর সংখ্যা,ফলে অনলাইনে কেনাকাটা, আর্থিক লেনদেন ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করার সময় ইচ্ছায় বা অনিচ্ছায় মানুষ সাইবার অপরাধে জড়িয়ে পড়ছে। তিনি আরো বলেন, ছাত্রজীবন পড়ালেখা ও জীবন গঠনের সময়। এ সময় পড়ালেখা ব্যতীত বাজে কোন চিন্তা করা যাবে না এবং এমন কোন সম্পর্কে জড়ানো যাবে না যাতে মাতা-পিতা কষ্ট পায় বা তাদের সম্মান হানি হয়। বিবাহ জীবনের একটা অংশ,পড়ালেখা করে স্বাবলম্বী ও মানুষের মত মানুষ হয়ে তারপর বিবাহ করবে,কেহ বাল্যবিবাহ করবে না। এছাড়া তিনি ছেলেদের লাইসেন্স ও হেলমেট ছাড়া মোটরসাইকেল না চালানো ও ইভটিজিং করা থেকে বিরত থাকার পরামর্শ দেন। এ সময় তিনি সামাজিক ও সাইবার অপরাধ নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় শিক্ষার মাধ্যমে সচেতনতা বৃদ্ধির জন্য অভিভাবক ও শিক্ষকগণকে মুখ্য ভূমিকা পালন করার জন্য অনুরোধ করেন।মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন,জেলা শিক্ষা অফিসার,এস এম ছায়েদুর রহমান,মাইজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন,ডিআইও-১,মীর শরিফুল হক,সদর থানা অফিসার ইনচার্জ,মোঃ শওকত কবীর,সাংবাদিকবৃন্দ সহ উভয় স্কুলের সকল শিক্ষকগণ ও শিক্ষার্থীবৃন্দ প্রমূখ।


বিজ্ঞাপন