নড়াইলে শ্যালোমেশিন চুরিকে কেন্দ্র করে পুলিশ কর্মকর্তার বাড়িতে সন্ত্রাসী হামলা ও ভাংচুরের অভিযোগ

Uncategorized আইন ও আদালত

মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের বাহিরপাড়া গ্রামে শ্যালোমেশিন চুরিকে কেন্দ্র করে পুলিশ কর্মকর্তা (ওসি) আবুল খায়ের এর বাড়িতে সন্ত্রাসী কর্মকান্ড চালায় ছুবান শেখ এর ছেলে কাশিপুর ইউনিয়নের বর্তমান মেম্বার আলী।সরজমিনে গিয়ে জানা যায়,(৩০ এপ্রিল) শনিবার ইফতারির পরে আলী মেম্বারের গ্রুপের সন্ত্রাসী বাহিনি বাহিরপাড়া গ্রামের এক যুবককে এলোপাতাড়ী ভাবে মারপিট করে এ সময় মজিদ শেখ এর ছেলে বিপুল শেখ ঠেকাতে গেলে মেম্বারের সন্ত্রাসী বাহিনি বিপুল শেখ এর উপরে হামলা করে এসময় বিপুল শেখ নিজের জিবন বাচাতে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং বিপুল শেখ পালিয়ে গেলে বিপুল শেখ ও তার ভাই পুলিশ কর্মকর্তা (ওসি) আবুল খায়ের এর বাড়ি রামদা,চাইনিস কুড়াল,ছেন-দা,লোহার রড,বাসের লাঠি দিয়ে হামলা করে ঘর বাড়ি ভাংচুর করে মেম্বারের সন্ত্রাসী বাহিনি।
এসময় ঘটনা স্থল থেকে পুলিশ আলী মেম্বারসহ দুজন কে আটক করে লোহাগড়া থানায় নিয়ে যায়।
স্থানীয় এলাকাবাসি ও ভুক্তোভোগী পুলিশ কর্মকর্তা আবুল খায়ের এর ভাই বিপুল শেখ অভিযোগ করে সাংবাদিকদের জানান,বাহিরপাড়া গ্রামে কৃষক নবীর এর শ্যালোমেশিন চুরি করে মেম্বারের সমর্থক’রা এবং গ্রামবাসির সহযোগীতা হাতেনাতে পুলিশের হাতে আটক হয় চোরচক্র।এরই জের ধরে পুলিশ কর্মকর্তা আবুল খায়ের এর ভাই বিপুল শেখ এর উপরে পরিকল্পিত ভাবে হামলা করে বাহিরপাড়া গ্রামের ছুবান শেখ এর ছেলে বর্তমান মেম্বার আলী শেখ,মৃত মোতালেব এর ছেলে মনি মিয়া,জালাল শেখ এর ছেলে মুরাদ,মোতালেব এর ছেলে রন্জিত,রন্জিত এর ছেলে মামুন,রনজিত এর ছেলে উজ্জল,সমশের এর ছেলে হিরু শেখ,হামীদ শেখ এর ছেলে আলামীন শেখ,গফ্ফার শেখ এর ছেলে আলঙ্গীর শেখসহ আরো অঙ্গাত ১০-১৫ জন সন্ত্রাসীর হামলায় গুরুতর আহত হয়ে ইরাদুল ইসলাম লোহাগড়া সাস্থ্য কম্পেলেক্সে ভর্তি রয়েছে।বিপুল শেখ অভিযোগ করে সাংবাদিকদের জানান,শ্যালোমেশিন চুরি করার বিষয়ে আমি পুলিশ কে চোঁরের বিস্তারীত জানায় এবং চোঁরের নামে মামলা হয় তারই জের ধরে গ্রামের একটি ছেলের উপরে হামলা করে মেম্বারের সন্ত্রাসী বাহিনি এসময় আমি ঠেকাতে গেলে আমার উপরেও হামলা করে,আমি আমার জিবন বাচাতে দৌড়ে পালিয়ে গেলে আমার বড় ভাই পুলিশ কর্মকর্তা আবুল খায়ের এর বিল্ডিং এর থায় গ্লিলাস,আমার আরেক ভাই এর ঘরসহ আমার থাকার ঘর ও রান্না ঘর রামদা,চাইনিস কুরাল দিয়ে এলোপাতাড়ী ভাবে কুপিয়ে ভাংচুর করে।
এসময় স্থানীয় এলাকাবাসি আমাদের আন্তচিৎকারে এগিয়ে আসলে ও পুলিশ ঘটনাস্থলে এসে আলী মেম্বার সহ দুই জনকে আটক করে থানায় নিয়ে যায়।কাশিপুর ইউনিয়নের বিট পুলিশের কর্মকর্তা মো:লুৎফর রহমান ঘটনার সতত্য শিকার করে এ প্রতিবেদক কে জানান,এক পুলিস কর্মকর্তার বাড়িতে হামলার খবর পেয়ে সাথে সাথে ঘটনা স্থলে উপস্থিত হয়ে হামলাকারী আলী মেম্বারসহ দুই জন কে আটক করে থানা হেফাজতে নিয়েছি এবং হামলা কারীদের বিরুদ্ধে মামলার পস্তুতি চলছে বলেও জানান।কাশিপুর ইউনিয়নের চেয়ারম্যান মতিয়ার রহমান সাংবাদিকদের জানান,শনিবার ইফতারির সময় হঠাৎ খবর পাই বাহিরপাড়া গ্রামের পুলিশ কর্মকর্তা
আবুল খায়ের এর বাড়ি হামলা ও ভাংচুর করছে মেম্বার আলীসহ তার সন্ত্রাসী বাহিনি।এসময় আমি কাশিপুর বিট অফিসার কে ফোন করে জানালে পুলিশ দুই জন কে আটক করে এবং গুরুতর আহত অবস্থায় বিপুল শেখ ও ইরাদুল কে লোহাগড়া হাসপাতালে ভর্তি করে,প্রাথমিক চিকিৎসা নিয়ে বিপুল শেখ বাড়িতে চলে আসে ও ইরাদুল হাসপাতালে ভর্তি আছে বলেও জানান।লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা মিলন জানান,খবর পেয়ে আলী মেম্বারসহ দুজনকে আটক করেছি বাকিদের আটক করতে তৎপর রয়েছে।


বিজ্ঞাপন