কুড়িয়ে পাওয়া ২৫ লাখ টাকা ফেরত দিলেন ট্রাকচালক

Uncategorized অন্যান্য

নিজস্ব প্রতিবেদক ঃ গাজীপুরের ব্যস্ততম সড়কে কুড়িয়ে পাওয়া ২৫ লাখ টাকা প্রকৃত মালিকে ফেরত দিলেন ট্রাকচালক। এ ঘটনায় সাধারণ মানুষ বিস্মিত হলেও ঘটনাটি সত্য বলে প্রমাণ করলেন সেই চালক। চালকের এ মহানুভবতায় নাটোরসহ সারাদেশে মানুষের প্রতি মানুষের শ্রদ্ধাবোধ ও আস্থা তৈরি হয়েছে। ব্যাগভর্তি ২৫ লাখ টাকা। পড়ে আছে সড়কে, গাজীপুর চৌরাস্তা এলাকায়।

গত শুক্রবার সকালে ট্রাক চালিয়ে গাজীপুর থেকে নাটোরের দিকে আসছিলেন মোহাম্মদ শাহনেওয়াজ। সড়ক থেকে কুড়িয়ে নেন টাকাটা। চলে যান নাটোরে।

ওই জেলা শহরের উত্তর পটুয়াপাড়া মহল্লার বাসিন্দা তিনি, বাবার নাম জাফর উল্লাহ। একবারের জন্যেও শাহনেওয়াজ এতো টাকাকে নিজের ভাবেননি।

একপর্যায়ে টাকার ব্যাগ নিয়ে তিনি নাটোর সদর থানায় আসেন। বিষয়টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছিম উদ্দিনকে জানান। টাকা পুলিশের হেফাজতে রাখা হয়।

নাটোর সদর থানার পুলিশ থেকে খবর পেয়ে গাজীপুর জেলা পুলিশ টাকার মালিককে খুঁজে বের করে। ওই টাকার প্রকৃত মালিক গাজীপুরের কাপাসিয়ার বরইগ্রাম এলাকার লিটন মিয়া।
গতকাল রোববার ১মে, দুপুরে নাটোর থানায় এসে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে এ বিপুল সংখ্যক টাকা জমা দেন ট্রাক চালক শাহনেওয়াজ আসেন। যাচাই-বাছাই শেষে বেলা ৩ টার দিকে তার হাত থেকে টাকাগুলো গ্রহণ করেন থানা পুলিশ।

সচেতন মহলের মতে, কুড়িয়ে পাওয়া টাকাগুলো চাইলেই শাহনেওয়াজ ভোগ করতে পারতেন। সত্যিই, তাঁর মতো মানুষদেরকে লোভাতুর করার মতো এতো টাকা পৃথিবীতে নেই। এ অবিশ্বাসের যুগে পৃথিবীতে এখনো বিশ্বস্ত মানুষ রয়েছেন, যার জ্বলন্ত প্রমাণ ট্রাকচালক শাহনেওয়াজ।

তাছাড়া, নাটোর থানা পুলিশ তড়িৎ গতিতে বিষয়টি সুষ্ঠুভাবে সমাধানের উদ্যোগ গ্রহণ করেন। যারফলে, জনসাধারণের কাছে পুলিশের প্রতি আস্থা ও বিশ্বাস আরো বেড়ে গেল। আর, এভাবেই যদি তারা এধরনের জনবান্ধব কার্যক্রম দায়িত্ববোধের সাথে গ্রহণ করেন।
তাহলে, জনসাধারণ সর্বদা স্বস্তিতে বসবাস করতে পারবেন বলে বিশ্বাস করেন সচেতন মহল।


বিজ্ঞাপন